হোম > বিশ্ব > ভারত

কোল ইন্ডিয়ার ৪০০ কর্মীর মৃত্যু, সরকারের কাছে টিকার আবেদন

ঢাকা: ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো এক চিঠিতে ১০ লাখ টিকা দেওয়ার আবেদন জানিয়েছে সরকারি খাতের কয়লা উত্তোলন ও পরিশোধন কোম্পানি কোল ইন্ডিয়া।

আজ বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের সরকারি খাতের কয়লা উত্তোলন ও পরিশোধন কোম্পানি কোল ইন্ডিয়ার প্রায় ৪০০ কর্মীর মৃত্যু হয়েছে। তাই সংস্থাটি দেশটির সরকারের কাছে তাঁদের কর্মী ও কর্মীদের পরিবারের জন্য টিকার আবেদন করেছে।

কোল ইন্ডিয়ার শ্রমিক সংগঠন ‘অখিল ভারতীয় মজদুর সংঘ’র সাধারণ সম্পাদক সুধীর ঘুরদে বলেন, সংস্থার উচিত বড় পরিসরে টিকা কর্মসূচি নিয়ে সব কর্মী ও তাঁদের পরিবারকে টিকা দেওয়া। তবেই এই সমস্যার সমাধান হবে।

উল্লেখ্য, বর্তমানে কোল ইন্ডিয়ার কর্মীর সংখ্যা প্রায় ২ লাখ ৫৯ হাজার জন। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬৪ হাজার কর্মীকে টিকা দেওয়া হয়েছে। লকডাউনের মধ্যেও কাজ করতে হয়েছে কোল ইন্ডিয়ার কর্মীদের। কেননা ভারতের বিদ্যুৎ উৎপাদনের ৭০ শতাংশই হয় কয়লা থেকে। কাজ করতে গিয়েই করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৬ হাজার কর্মী। এখনো হাজারের বেশি কর্মীর চিকিৎসা চলছে।

প্রতিষ্ঠানটি করোনায় তাঁদের কোনো কর্মী মারা গেলে ১৫ লাখ রুপি করে দিয়ে থাকে এবং তাঁর পরিবারের অন্য একজনকে চাকরি দিয়ে থাকে।

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর