হোম > বিশ্ব > ভারত

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে মুসলিম খাবারের জন্য দিতে হবে ‘প্রি-বুক’

ছবি: সংগৃহীত

এখন থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে মুসলিমদের হালাল খাবার প্রস্তুত থাকবে না। কেউ হালাল খাবার চাইলে তাকে টিকিট বুকিংয়ের সময় হালাল বা ‘মুসলিম খাবারের’ জন্য অর্ডার করতে হবে। গত রোববার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া।

এয়ার ইন্ডিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, হিন্দু ও শিখ যাত্রীদের জন্য হালাল আমিষ খাবার আর সরবরাহ করবে না। তবে মুসলিমসহ যে কোনো যাত্রীরা চাইলে হালাল সার্টিফায়েড ‘মুসলিম খাবার’ প্রি-বুক করতে পারবেন।

আগে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ‘হিন্দু মিল’ ও ‘মুসলিম মিল’ নামে আলাদা খাবারের ব্যবস্থা থাকত। কিন্তু এই পদ্ধতি বিভেদমূলক বলে সমালোচিত হয়েছিল। যদিও তখন ‘হিন্দু মিলে’ গরু এবং শূকরের মাংসের ব্যবস্থাও থাকত।

এখন ধর্মভিত্তিক আর খাবার দেবে না এয়ার ইন্ডিয়া। যাত্রীরা চাইলে চাহিদা অনুযায়ী বিশেষ খাবার হিসেবে হালাল খাবার (মুসলিম খাবার) প্রি-বুক করতে পারবেন। এই খাবারে এমওএমএল (MOML) নামে বিশেষ স্টিকার থাকবে।

নতুন নিয়মে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এখন থেকে সব ধর্মের যাত্রীদের জন্য নন-হালাল আমিষাশী খাবারের ব্যবস্থা রাখা হচ্ছে। এয়ার ইন্ডিয়া বলছে, সব ধরনের যাত্রীর খাবারের চাহিদা পূরণ করতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্য ফ্লাইটে হালাল খাবার প্রি-বুক করতে হলেও সৌদি আরবের ফ্লাইটে সব খাবার সৌদি আরব কর্তৃক হালাল প্রত্যয়িত করা থাকবে। আর এসব প্রত্যয়িত হালাল খাবার জেদ্দা, দাম্মাম, রিয়াদ, মদিনাসহ হজযাত্রীদের ফ্লাইটে সরবরাহ করা হবে।’

এয়ার ইন্ডিয়ার এমন সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন। অনেকে বলেছেন, এয়ার ইন্ডিয়া সকল ধর্ম-সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সকলের জন্য বিকল্প খাবারের ব্যবস্থা রাখবে। তবে নিরামিষভোজী কিছু যাত্রী এয়ার ইন্ডিয়ার এমন সিদ্ধান্তের সমালোচনাও করেছেন।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি