হোম > বিশ্ব > ভারত

ভারতের প্রজাতন্ত্র দিবসে ‘কর্তব্যপথে’ বর্ণিল শোভাযাত্রা

ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস আজ। রাজধানী দিল্লিসহ দেশটির সব রাজ্যে উদ্‌যাপিত হচ্ছে দিবসটি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দিল্লিতে ‘কর্তব্যপথে’ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সকাল সাড়ে ১০টায় দিল্লির বিজয় চক থেকে শুরু হয় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। লাল কেল্লা হয়ে তা শেষ হয় কর্তব্যপথে। ব্রিটিশ আমলের রাজপথ নতুন করে ঢেলে সাজানো হয়েছে। নাম বদলে রাজপথকে ‘কর্তব্যপথ’ করার পর এই প্রথমবার সেখানে প্রজাতন্ত্রের কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো। 

অনুষ্ঠানে উপস্থিত আছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এ ছাড়া প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে আছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। 

এদিকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট বার্তায় মোদি লেখেন, ‘সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এ বছরের অনুষ্ঠানটিও বিশেষ। আমরা স্বাধীনতার অমৃত উৎসবের সময় এটি উদ্‌যাপন করছি। দেশের মহান স্বাধীনতাসংগ্রামীদের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।’ 

প্রজাতন্ত্র দিবস ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লি। ট্রাফিক-সংক্রান্ত নির্দেশিকাও জারি করে দিল্লি পুলিশ। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য ৬ হাজার সেনা মোতায়েন করা হয়।

১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতে নতুন সংবিধান কার্যকর হয় এবং এতে ভারতকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতিবছর ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে ২৬ জানুয়ারি। 

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’