হোম > বিশ্ব > ভারত

বৃহস্পতিবার মমতার ভোট, আজ শেষ হয়েছে প্রচারণা

কলকাতা প্রতিনিধি

গোটা ভারতের নজর এখন কলকাতার ভবানীপুরের দিকে। ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে বিধানসভার উপনির্বাচন। আর এই নির্বাচনে লড়াই করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ সোমবার শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। 

মুখ্যমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে হলে মমতাকে জিততেই হবে ওই উপনির্বাচন। নন্দীগ্রামে পরাজয়ের পর তাই ভবানীপুরে জিততে মরিয়া তৃণমূল। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূল শিবির কোনো ঝুঁকি নিতে রাজি নয়। 

অন্যদিকে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরাওয়ালকে প্রার্থী করে প্রচারে ঝড় তুলেছে বিজেপি। প্রচারের শেষ দিনেও তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ছিল তীব্র লড়াই। সেই উত্তেজনাকে সামাল দিতে হিমশিম খেয়েছে পুলিশ। 

লড়াইয়ের ময়দানে রয়েছে সিপিএমও। তাঁদের প্রার্থী আইনজীবী শ্রীজীব বিশ্বাসও প্রচার চালান ভবানীপুর জুড়ে। বামেদের অভিযোগ, মমতার বাড়ির আশপাশে পুলিশ তাঁদের প্রচার চালাতে দেয়নি। 

আজ নির্বাচনী প্রচারণার শেষ দিন হওয়ায় প্রচারে হাজির ছিলেন মমতা স্বয়ং। তিনি বলেন, ভবানীপুরের পর গোটা দেশে খেলা হবে। বিজেপিকে দিল্লির মসনদ থেকে হটানোর ফের চ্যালেঞ্জ জানান তিনি। কংগ্রেসকেও কটাক্ষ করেন মমতা। 

এদিকে এই নির্বাচনে কংগ্রেস মমতার বিরুদ্ধে কোনো প্রার্থী দেয়নি। উল্টো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী কংগ্রেস সমর্থকদের তৃণমূলকেই ভোট দেওয়ার ইঙ্গিত দেন। তবু কটাক্ষ শুনতে হচ্ছে শতাব্দী প্রাচীন দলটিকে। 

এদিন বিজেপির অভিযোগ, ভবানীপুরের যদুবাজারে বিজেপির নির্বাচনী পথসভায় তৃণমূলের গুন্ডাবাহিনীর দ্বারা আবারও রক্ত ঝরেছে বিজেপি সমর্থকদের! 

বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, 'তৃণমূল মানুষের কাছে যেতে পারছে না। তাই বিজেপির পেছনে পড়ে আছে। আমাকে বারবার বাধা দেওয়া হয়েছে। কিন্তু আমি যা করার, তা করে গেছি।' 

জবাবে তৃণমূলের নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'দিলীপ ঘোষকে তো তাঁর দলই সরিয়ে দিয়েছে। মানুষই তাঁকে চান না। দিলীপ ঘোষ যে কথাবার্তা বলেন, সেটা যে মানুষ পছন্দ করেন না, সেটাই বারবার প্রমাণিত হয়ে যাচ্ছে।' 

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা

ভারতে বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা