হোম > বিশ্ব > ভারত

বৃহস্পতিবার মমতার ভোট, আজ শেষ হয়েছে প্রচারণা

কলকাতা প্রতিনিধি

গোটা ভারতের নজর এখন কলকাতার ভবানীপুরের দিকে। ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে বিধানসভার উপনির্বাচন। আর এই নির্বাচনে লড়াই করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ সোমবার শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। 

মুখ্যমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে হলে মমতাকে জিততেই হবে ওই উপনির্বাচন। নন্দীগ্রামে পরাজয়ের পর তাই ভবানীপুরে জিততে মরিয়া তৃণমূল। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূল শিবির কোনো ঝুঁকি নিতে রাজি নয়। 

অন্যদিকে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরাওয়ালকে প্রার্থী করে প্রচারে ঝড় তুলেছে বিজেপি। প্রচারের শেষ দিনেও তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ছিল তীব্র লড়াই। সেই উত্তেজনাকে সামাল দিতে হিমশিম খেয়েছে পুলিশ। 

লড়াইয়ের ময়দানে রয়েছে সিপিএমও। তাঁদের প্রার্থী আইনজীবী শ্রীজীব বিশ্বাসও প্রচার চালান ভবানীপুর জুড়ে। বামেদের অভিযোগ, মমতার বাড়ির আশপাশে পুলিশ তাঁদের প্রচার চালাতে দেয়নি। 

আজ নির্বাচনী প্রচারণার শেষ দিন হওয়ায় প্রচারে হাজির ছিলেন মমতা স্বয়ং। তিনি বলেন, ভবানীপুরের পর গোটা দেশে খেলা হবে। বিজেপিকে দিল্লির মসনদ থেকে হটানোর ফের চ্যালেঞ্জ জানান তিনি। কংগ্রেসকেও কটাক্ষ করেন মমতা। 

এদিকে এই নির্বাচনে কংগ্রেস মমতার বিরুদ্ধে কোনো প্রার্থী দেয়নি। উল্টো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী কংগ্রেস সমর্থকদের তৃণমূলকেই ভোট দেওয়ার ইঙ্গিত দেন। তবু কটাক্ষ শুনতে হচ্ছে শতাব্দী প্রাচীন দলটিকে। 

এদিন বিজেপির অভিযোগ, ভবানীপুরের যদুবাজারে বিজেপির নির্বাচনী পথসভায় তৃণমূলের গুন্ডাবাহিনীর দ্বারা আবারও রক্ত ঝরেছে বিজেপি সমর্থকদের! 

বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, 'তৃণমূল মানুষের কাছে যেতে পারছে না। তাই বিজেপির পেছনে পড়ে আছে। আমাকে বারবার বাধা দেওয়া হয়েছে। কিন্তু আমি যা করার, তা করে গেছি।' 

জবাবে তৃণমূলের নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'দিলীপ ঘোষকে তো তাঁর দলই সরিয়ে দিয়েছে। মানুষই তাঁকে চান না। দিলীপ ঘোষ যে কথাবার্তা বলেন, সেটা যে মানুষ পছন্দ করেন না, সেটাই বারবার প্রমাণিত হয়ে যাচ্ছে।' 

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’