হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশের প্রশংসায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শনিবার আসাম সরকার আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের প্রশংসা করেন। 

বাংলাদেশের মুক্তিযুদ্ধে মৃত্যুবরণ করা ভারতীয় সেনাবাহিনীর অসমিয়া সৈন্যদের সম্মান জানাতে আসাম সরকার আয়োজন ওই বিশেষ অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের প্রশংসা করে বলেন, ‘সীমান্ত সুরক্ষা থেকে শুরু করে সব বিষয়েই বাংলাদেশ সহযোগিতা করছে। পশ্চিম সীমান্তে পাকিস্তান থেকে অনুপ্রবেশ বন্ধ না হলেও পূর্বে বাংলাদেশ থেকে ভারতে প্রায় অনুপ্রবেশ প্রায় বন্ধ। বাংলাদেশ সীমান্তে কোনো সমস্যাই নেই।’ 

এ সময় রাজনাথ সিং উভয় দেশের সীমান্তরক্ষীরা নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে বলেও মন্তব্য করেন। 

অনুষ্ঠানে রাজনাথ সিং একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনার বীরত্বের কথা স্মরণ করেন। সেই সঙ্গে প্রশংসা করেন বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের বীরত্বেরও। 

অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেন, যারা সামরিক বাহিনী কিংবা আধা সামরিক বাহিনীর হয়ে দেশের জন্য জীবন দেবেন আসামের তাদের নিকটাত্মীয়দের ৫০ লাখ রুপি করে দেওয়া হবে সেই সঙ্গে একজনকে চাকরিও দেবে রাজ্য সরকার। 

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার