হোম > বিশ্ব > ভারত

ভারতে রাষ্ট্রপতি নির্বাচনেও বিরোধীদের অনৈক্য স্পষ্ট

কলকাতা প্রতিনিধি

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরেও সরকার বিরোধী দলগুলোর মধ্যকার অনৈক্য স্পষ্টভাবে ধরা পড়েছে। বুধবার দিল্লিতে বিরোধী দলগুলোকে এক মঞ্চে আনার চেষ্টা করেছিলেন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নিজেদের মধ্যেকার বিরোধ ভুলে কংগ্রেস ও সিপিএমসহ বাম দলগুলো একত্র হলেও এই ঐক্যকে বয়কট করেছে একাধিক আঞ্চলিক দল। ফলে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এক জোট থাকলেও বিরোধীরা পিছিয়ে রয়েছে নিজেদের ঐক্য প্রদর্শনে। 

ভারতের প্রবীণ রাজনীতিবিদ শারদ পাওয়ার অথবা জাতির জনক মহাত্মা গান্ধীর নাতির ছেলে ও পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করার কথা ভাবছিলেন বিরোধীরা। তবে শারদ পাওয়ার এরই মধ্যে রাষ্ট্রপতি পদে তাঁর প্রার্থী হওয়ার বিষয়টি নাকচ করেছেন। অন্যদিকে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র সম্ভাব্য প্রার্থী বর্তমান উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু।

আগামী ১৮ জুলাই ভারতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির জাতীয় সংসদের সদস্যদের পাশাপাশি বিধায়কেরা ভোট দেবেন এই নির্বাচনে। ২১ জুলাই অনুষ্ঠিত হবে এই নির্বাচনের ভোট গণনা। তার আগে আগামী ২৯ জুন শেষ হচ্ছে মনোনয়ন দাখিল পর্ব। তাই দেশজুড়ে ব্যস্ততা শুরু হয়েছে।

ভারতের সর্বমোট ৪ হাজার ৮০৯ জন জনপ্রতিনিধি অংশ নেবেন রাষ্ট্রপতি নির্বাচনে। এদের মধ্যে ৪৯ শতাংশই বিজেপি সমর্থক। তবু বিরোধী ঐক্যের চেষ্টা হচ্ছে। বুধবারও দিল্লিতে মমতা দফায় দফায় বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি। তিন দিন ধরে রাহুল গান্ধী ব্যস্ত দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের জেরায়। এই অবস্থায় মমতার নেতৃত্বে বিরোধী ঐক্যের চেষ্টা হচ্ছে। তবে তেলেঙ্গানার টিআরএস, উড়িশ্যার বিজেপি এবং দিল্লির আপ কংগ্রেসের সঙ্গে এক জোট না করার সিদ্ধান্তে অটল।

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি