হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশি হ্যাকারদের হামলার শিকার হচ্ছে ভারতের যেসব খাত 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে দাবি করেছে, বাংলাদেশের একটি হ্যাকার গ্রুপ ভারতের বিভিন্ন খাতে সাইবার হামলা তথা হ্যাকিং চালাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, মিস্ট্রিয়াস টিম বাংলাদেশ নামে পরিচিত ওই হ্যাকভিস্টরা (যারা সাধারণত কারও মনোযোগ আকর্ষণের জন্য হ্যাকিংকে মাধ্যম হিসেবে বেছে নেয়) ভারতের বিভিন্ন সেক্টরের ওয়েবসাইটে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অব-সার্ভিস (ডিডিওএস) হামলা চালিয়েছে। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে মিস্ট্রিয়াস টিম বাংলাদেশ নামের ওই হ্যাকার গোষ্ঠীকে রাজনৈতিক এবং ধর্মীয় কারণে উদ্যোগী হয়ে গড়ে ওঠা গোষ্ঠী বলে আখ্যায়িত করা হয়েছে। 

সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গ্রুপ-আইবি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের জুন মাস থেকে মিস্ট্রিয়াস টিম বাংলাদেশ ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ৭৫০ বারেরও বেশি সাইবার হামলা চালিয়েছে। বিশেষ করে সরকারি, আর্থিক ও পরিবহন খাতের ওয়েবসাইট এই হামলার শিকার বেশি হয়েছে। 

বলা হয়ে থাকে, মিস্ট্রিয়াস টিম বাংলাদেশ ২০২০ সালে প্রতিষ্ঠিত হলেও তাঁরা বিশ্ববাসীর নজর কাড়তে শুরু করে ২০২২ সালে। সে বছর ভারত, ইসরায়েল এবং বিশ্বের আরও কয়েকটি দেশে তারা সাইবার হামলা চালায়। গ্রুপ-আইবির প্রতিবেদনে বলা হয়েছে, গোষ্ঠীটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে টার্গেট না করে নির্দিষ্টভাবে একটি দেশকে টার্গেট করে কাজ করে থাকে। 

সাধারণত পূর্ণাঙ্গ সাইবার আক্রমণ চালানোর আগে হ্যাকভিস্টেরা ছোট আকারে পরীক্ষামূলক আক্রমণ চালায়। এসব ছোট ছোট আক্রমণের মাধ্যমে তাঁরা মূলত তাদের ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অব-সার্ভিস হামলা চালানোর বিপরীতে প্রতিপক্ষের প্রতিরোধক্ষমতা কেমন তা যাচাই করে থাকে। 

বিষয়টি মূল্যায়ন করতে গিয়ে গ্রুপ-আইবির গবেষকেরা বলছেন, ‘হ্যাকটিভিজমের হুমকিকে প্রায়ই অবমূল্যায়ন করা হয়। হ্যাকটিভিস্টরা প্রায়ই গুরুত্বপূর্ণ অবকাঠামো সুবিধা, টেলিকম কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থাগুলোকে টার্গেট করে থাকে। র‍্যানসমওয়্যারের মতো হ্যাকটিভিস্টরা আলোচনায় জড়িত হয় না। তাদের ক্রিয়াকলাপ মূলত গুরুত্বপূর্ণ সিস্টেমগুলোকে ব্যাহত করার উদ্দেশ্যেই করা হয়, যার ফলে ক্ষতিগ্রস্ত সংস্থাগুলোর ব্যাপক আর্থিক ক্ষতি এবং সুনামহানি হতে পারে।’

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি