হোম > বিশ্ব > ভারত

শুধু সরকারের সমালোচনা করলেই সাংবাদিক গ্রেপ্তার করা যাবে না

ঢাকা: শুধুমাত্র সরকার বা প্রতিষ্ঠানের কঠোর সমালোচনা করার জন্য কোনো সাংবাদিককে রাষ্ট্রদ্রোহ অভিযোগে গ্রেপ্তার করা যাবে না, যদি না লেখক সরকারের বিরুদ্ধে সহিংসতা ও সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ায়। মুক্তমনা বক্তৃতা ও গণমাধ্যমের স্বাধীনতার আদেশের গতকাল বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছেন।

গত বছর লকডাউনে প্রবাসী শ্রমিকদের দুর্দশার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে সাংবাদিক বিনোদ দুয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেই অভিযোগে হিমাচল পুলিশ একটি অভিযোগ দায়ের করে। এই মামলায় বিচারক ইউ ইউ ললিত ও বিনীত সরান রাষ্ট্রদ্রোহের এই মামলা খারিজ করে এই রায় দিয়েছেন। দুয়ার বিরুদ্ধে করা বিপর্যয় মোকাবিলা আইন কার্যকর না করার কথাও বলেছেন।

আদালত বলেন, বিনোদ দুয়ারের প্রকাশিত ভিডিও দুর্যোগ ব্যবস্থাপনা আইন বা আইপিসির কোনো ধারায় অপরাধ হিসাবে চিহ্নিত হয়নি।

১০ বছরের অভিজ্ঞতা থাকা সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের না করার বিষয়ে সুপ্রিম কোর্টের প্রতি দুয়ারের আরেকটি আবেদন ছিল। তবে আদালত তাঁর এই আবেদন খারিজ করে দিয়েছে। খারিজ করে বিচারকেরা বলেন, এমন নির্দেশনা আইনি প্রক্রিয়াকে বিঘ্নিত করবে।

আদালত বলেন, একজন নাগরিকের সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে, যতক্ষণ না তিনি আইন দ্বারা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে মানুষকে সহিংসতার প্ররোচনা না করেন বা জনসাধারণের ব্যাধির সৃষ্টি না করেন। আর সরকারের বিরুদ্ধে সমালোচনা মানে উন্নয়নের পথ বাতলে দেওয়া। এটা আইন ভাঙা নয়।

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ