হোম > বিশ্ব > ভারত

শুধু সরকারের সমালোচনা করলেই সাংবাদিক গ্রেপ্তার করা যাবে না

ঢাকা: শুধুমাত্র সরকার বা প্রতিষ্ঠানের কঠোর সমালোচনা করার জন্য কোনো সাংবাদিককে রাষ্ট্রদ্রোহ অভিযোগে গ্রেপ্তার করা যাবে না, যদি না লেখক সরকারের বিরুদ্ধে সহিংসতা ও সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ায়। মুক্তমনা বক্তৃতা ও গণমাধ্যমের স্বাধীনতার আদেশের গতকাল বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছেন।

গত বছর লকডাউনে প্রবাসী শ্রমিকদের দুর্দশার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে সাংবাদিক বিনোদ দুয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেই অভিযোগে হিমাচল পুলিশ একটি অভিযোগ দায়ের করে। এই মামলায় বিচারক ইউ ইউ ললিত ও বিনীত সরান রাষ্ট্রদ্রোহের এই মামলা খারিজ করে এই রায় দিয়েছেন। দুয়ার বিরুদ্ধে করা বিপর্যয় মোকাবিলা আইন কার্যকর না করার কথাও বলেছেন।

আদালত বলেন, বিনোদ দুয়ারের প্রকাশিত ভিডিও দুর্যোগ ব্যবস্থাপনা আইন বা আইপিসির কোনো ধারায় অপরাধ হিসাবে চিহ্নিত হয়নি।

১০ বছরের অভিজ্ঞতা থাকা সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের না করার বিষয়ে সুপ্রিম কোর্টের প্রতি দুয়ারের আরেকটি আবেদন ছিল। তবে আদালত তাঁর এই আবেদন খারিজ করে দিয়েছে। খারিজ করে বিচারকেরা বলেন, এমন নির্দেশনা আইনি প্রক্রিয়াকে বিঘ্নিত করবে।

আদালত বলেন, একজন নাগরিকের সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে, যতক্ষণ না তিনি আইন দ্বারা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে মানুষকে সহিংসতার প্ররোচনা না করেন বা জনসাধারণের ব্যাধির সৃষ্টি না করেন। আর সরকারের বিরুদ্ধে সমালোচনা মানে উন্নয়নের পথ বাতলে দেওয়া। এটা আইন ভাঙা নয়।

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা