হোম > বিশ্ব > ভারত

ঝাড়খন্ডে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা বিজেপির, মুসলমানদের কোটা না দেওয়ার ঘোষণা

অমিত শাহ। ছবি: সংগৃহীত

বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে আবারও ঝড় তুলেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল শনিবার তিনি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে তীব্র ভাষায় আক্রমণ করেন। অমিত শাহ অভিযোগ করেন, ‘ঝাড়খন্ডে আদিবাসী জনসংখ্যা হ্রাসের জন্য হেমন্ত সরেন দায়ী। তিনি অনুপ্রবেশকারীদের উপজাতি নারীদের বিয়ে করার সুযোগ দিচ্ছেন।’ ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঝাড়খন্ডের দুমকায় এক সমাবেশে অমিত শাহ বলেন, ‘হেমন্ত সরেন অনুপ্রবেশকারীদের প্রবেশ করতে দিচ্ছেন। তারা উপজাতিদের জমি দখল করছে। এটি কখনোই মেনে নেওয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘হেমন্ত সরেন কংগ্রেসের সহযোগিতায় মুসলিমদের জন্য সংরক্ষণ (কোটা) ব্যবস্থা চালু করার চেষ্টা করছেন। আমি হুঁশিয়ারি দিচ্ছি, বিজেপি এ ধরনের কোনো পরিকল্পনা সফল হতে দেবে না।’

অমিত শাহ প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে ঝাড়খন্ডে পর্যাপ্ত শিল্প স্থাপন করবে। যুবকদের আর কর্মসংস্থানের জন্য বাইরে যেতে হবে না।’ তিনি আরও অভিযোগ করেন, ‘হেমন্ত সরেন দুর্নীতিতে জড়িত এবং তহবিল তছরুপ করেছেন। ২৩ নভেম্বর তাঁকে বিদায় জানানো হবে। ক্ষমতার লোভে তিনি কংগ্রেস-আরজেডির সঙ্গে হাত মিলিয়েছেন, যারা এক সময় ঝাড়খন্ড রাজ্য গঠনের বিরোধিতা করেছিল।’

ঝাড়খন্ডের দেওঘরের মধুপুরে আরেক সমাবেশে অমিত শাহ বলেন, ‘কংগ্রেস এবং ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) মুসলিমদের সংরক্ষণ (কোটা) দিতে চায়। ঝাড়খন্ডে সংরক্ষণ ৫০ শতাংশ সীমা ছাড়িয়েছে। মুসলিমদের সংরক্ষণ দিতে হলে তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসির কোটা কমাতে হবে। কিন্তু যত দিন বিজেপির একটি এমপিও থাকবে, আমরা মুসলিমদের কোটা দিতে দেব না।’

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এই নির্বাচন একজন বিধায়ক বা একটি দল নির্বাচনের জন্য নয়। এই নির্বাচন ঝাড়খন্ডের নারীদের, যুবকদের এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন।’

কংগ্রেসকে আক্রমণ করে অমিত শাহ বলেন, ‘কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়ে বিদেশে চলে যান। কিন্তু বিজেপি প্রতিশ্রুতি পূরণ করে।’ তিনি বলেন, ‘রাহুল বাবা একের পর এক প্রতিশ্রুতি দেন। কিন্তু তারপরই বিদেশে পাড়ি জমান। আর প্রধানমন্ত্রী মোদির প্রতিশ্রুতি পাথরে খোদাই করা লাইনের মতো। বিজেপি প্রতিশ্রুতি পূরণ করে এবং ঝাড়খন্ডের উন্নয়ন সম্ভব একমাত্র আমাদের হাতেই। কংগ্রেস, জেএমএম এবং আরজেডি কখনো রাজ্যের স্বার্থে কাজ করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘অনুপ্রবেশকারীরা শুধু উপজাতি সম্প্রদায়ের জন্য নয়, রাজ্যের যুবকদের জন্যও হুমকি। তারা চাকরি কেড়ে নিচ্ছে এবং অপরাধ বাড়াচ্ছে। ঝাড়খন্ড হাইকোর্ট অনুপ্রবেশকারীদের শনাক্ত করে বহিষ্কারের নির্দেশ দিয়েছিল। কেন্দ্রীয় সরকার এতে সম্মত হলেও হেমন্ত সরেনের সরকার তা কার্যকর করেনি।’ অমিত শাহ বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে ঝাড়খন্ডকে দেশের সবচেয়ে সমৃদ্ধ রাজ্যে রূপান্তরিত করবে। ২০২৭ সালের ডিসেম্বরের আগেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে।’

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে