হোম > বিশ্ব > ভারত

যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক ঘনিষ্ঠ না হলে মানবজাতির সামনে ‘চরম অন্ধকার’, ভ্যান্সের হুঁশিয়ারি

রয়টার্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এএফপি

ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে যুক্তরাষ্ট্র আরও বেশি জ্বালানি ও প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করতে চায় বলে জানিয়েছেন জেডি ভ্যান্স। ভারত সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট আজ মঙ্গলবার (২২ এপ্রিল) জয়পুর শহরে এক অনুষ্ঠানে একথা বলেন। সেখানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন ভ্যান্স। তিনি বলেন, চলমান দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় গাড়ি, কৃষিপণ্য ও অন্যান্য পণ্যের ওপর উচ্চ শুল্কের সমালোচনা করলেও কিছু পশ্চিমা দেশের ‘একঘেয়েমি ও নির্জীবতারর’ বিপরীতে ভারতের প্রাণশক্তি ও বৈচিত্র্যের প্রশংসা করেন ভ্যান্স।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘যদি ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে পারে, তাহলে ২১ শতক হবে সমৃদ্ধ ও শান্তিপূর্ণ। কিন্তু আমরা যদি ব্যর্থ হই, তাহলে এই শতক মানবজাতির জন্য হতে পারে চরম অন্ধকারময়।”

ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র চায় ভারত আরও বেশি পরিমাণে লকহিড মার্টিনের তৈরি এফ-৩৫ যুদ্ধবিমানসহ মার্কিন সামরিক সরঞ্জাম কিনুক। ‘আমরা আরও বেশি সহযোগিতা করতে চাই, একসঙ্গে কাজ করতে চাই। ভারত আমাদের আরও সামরিক সরঞ্জাম কিনুক।’

জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। দেশটি ভারতের অফশোর গ্যাস ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ অনুসন্ধানে সহায়তা করতে আগ্রহী। পরমাণু জ্বালানিও উভয় দেশের আগ্রহের বড় ক্ষেত্র বলে জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

চার দিনের ব্যক্তিগত সফরে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ভারতে এসেছেন ভ্যান্স। তাঁর স্ত্রী ভারতীয় অভিবাসী পরিবারের সন্তান।

ভারত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্কের ৯০ দিনের বিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে চায় দেশটি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বিশেষ মানুষ’ আখ্যা দিয়ে ভ্যান্স বলেন, ‘ওয়াশিংটন অতীতে মোদীকে অবজ্ঞার দৃষ্টিতে দেখেছে। কিন্তু তিনি এমন একজন নেতা, যার জনপ্রিয়তা আমাকে পর্যন্ত ঈর্ষান্বিত করে তোলে।’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, গতকাল সোমবার রাতে মোদীর বাসভবনে পারিবারিক ডিনারের সময় বাণিজ্য আলোচনা নিয়ে অগ্রগতি হয়েছে। একটি চুক্তির রূপরেখা নির্ধারণ করা হয়েছে। ‘এটি আমাদের দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তির পথ উন্মুক্ত করে দিচ্ছে’।

ফেব্রুয়ারিতে ফ্রান্সে এআই সম্মেলনে অংশগ্রহণের সময় মোদী ভ্যান্সের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেদিন ছিল ভ্যান্সের দ্বিতীয় সন্তানের জন্মদিন।

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত