হোম > বিশ্ব > ভারত

নির্বাচনের আগে কংগ্রেসের চার ব্যাংক অ্যাকাউন্টের ১১৫ কোটি রুপি জব্দ করল বিজেপি সরকার

ভারতের সুপ্রিম কোর্ট গতকাল বৃহস্পতিবার নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকারের নির্বাচনী বন্ডকে অবৈধ ঘোষণা করেছে। ঠিক এক দিন পর প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গে যুক্ত চারটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১১৫ কোটি রুপি জব্দ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস ও যুব কংগ্রেস সংশ্লিষ্ট চারটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১১৫ কোটি রুপি জব্দ করেছিল ভারতের আয়কর বিভাগ। আপিল ট্রাইব্যুনালে আবেদন করার পর সাময়িকভাবে সেই অ্যাকাউন্টগুলো আবারও সচল করা হয়েছে। তবে এই অ্যাকাউন্টগুলোর বিষয়ে আগামী সপ্তাহে শুনানি অনুষ্ঠিত হবে। তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

এমন সময় ভারতের পার্লামেন্টে বিরোধী কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হলো যখন আগামী এপ্রিল ও মে মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

আয়কর বিভাগ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার পর কংগ্রেস এক বিবৃতিতে এই চার ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে দলীয় অবস্থান পরিষ্কার করেছে। দলটি জানিয়েছে, এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে তারা প্রায় ১১৫ কোটি রুপি লেনদেন করেছে। তবে আয়কর বিভাগ জানিয়েছে, এই অর্থে আগামী কয়েক দিন হাত দিতে পারবে না কংগ্রেস। আয়কর বিভাগের অভিযোগ, কংগ্রেসের কাছে অন্তত ২১০ কোটি রুপি কর পাওনা আছে তাদের। 
 
এক বিবৃতিতে কংগ্রেস বলেছে, ‘দলের ১১৫ কোটি রুপি তহবিল জব্দ করা হয়েছে। আমাদের অ্যাকাউন্টে সব মিলিয়ে ১১৫ কোটি টাকাই আছে, এর বেশি নেই।’ এ বিষয়ে দলের অর্থ সম্পাদক অজয় মাকেন বলেছেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর এটি আকটি আঘাত। 
 
অজয় মাকেন বলেছেন, ‘দেশে এখন আর গণতন্ত্র নেই। যা চলছে, তা একদলীয় শাসনের মতোই এবং এখানে প্রধান বিরোধী দলকে দমনের চেষ্টা চালানো হচ্ছে। আমরা বিচার বিভাগ, গণমাধ্যম ও দেশের জনগণের কাছে এই অন্যায় আচরণের বিচারের দাবি রাখছি।’

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার