হোম > বিশ্ব > ভারত

নির্বাচনের আগে কংগ্রেসের চার ব্যাংক অ্যাকাউন্টের ১১৫ কোটি রুপি জব্দ করল বিজেপি সরকার

ভারতের সুপ্রিম কোর্ট গতকাল বৃহস্পতিবার নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকারের নির্বাচনী বন্ডকে অবৈধ ঘোষণা করেছে। ঠিক এক দিন পর প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গে যুক্ত চারটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১১৫ কোটি রুপি জব্দ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস ও যুব কংগ্রেস সংশ্লিষ্ট চারটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১১৫ কোটি রুপি জব্দ করেছিল ভারতের আয়কর বিভাগ। আপিল ট্রাইব্যুনালে আবেদন করার পর সাময়িকভাবে সেই অ্যাকাউন্টগুলো আবারও সচল করা হয়েছে। তবে এই অ্যাকাউন্টগুলোর বিষয়ে আগামী সপ্তাহে শুনানি অনুষ্ঠিত হবে। তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

এমন সময় ভারতের পার্লামেন্টে বিরোধী কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হলো যখন আগামী এপ্রিল ও মে মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

আয়কর বিভাগ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার পর কংগ্রেস এক বিবৃতিতে এই চার ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে দলীয় অবস্থান পরিষ্কার করেছে। দলটি জানিয়েছে, এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে তারা প্রায় ১১৫ কোটি রুপি লেনদেন করেছে। তবে আয়কর বিভাগ জানিয়েছে, এই অর্থে আগামী কয়েক দিন হাত দিতে পারবে না কংগ্রেস। আয়কর বিভাগের অভিযোগ, কংগ্রেসের কাছে অন্তত ২১০ কোটি রুপি কর পাওনা আছে তাদের। 
 
এক বিবৃতিতে কংগ্রেস বলেছে, ‘দলের ১১৫ কোটি রুপি তহবিল জব্দ করা হয়েছে। আমাদের অ্যাকাউন্টে সব মিলিয়ে ১১৫ কোটি টাকাই আছে, এর বেশি নেই।’ এ বিষয়ে দলের অর্থ সম্পাদক অজয় মাকেন বলেছেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর এটি আকটি আঘাত। 
 
অজয় মাকেন বলেছেন, ‘দেশে এখন আর গণতন্ত্র নেই। যা চলছে, তা একদলীয় শাসনের মতোই এবং এখানে প্রধান বিরোধী দলকে দমনের চেষ্টা চালানো হচ্ছে। আমরা বিচার বিভাগ, গণমাধ্যম ও দেশের জনগণের কাছে এই অন্যায় আচরণের বিচারের দাবি রাখছি।’

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ