হোম > বিশ্ব > ভারত

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: ফ্রি প্রেস জার্নাল

রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করা ১২ জন ভারতীয় নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৬ জন। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বর্তমানে ১২৬টি ঘটনায় রুশ সেনাবাহিনীতে ভারতীয় নাগরিক যুক্ত থাকার তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে ৯৬ জন ইতিমধ্যে ভারত ফিরে এসেছেন এবং রুশ সেনাবাহিনী থেকে অব্যাহতি পেয়েছেন। রুশ সেনাবাহিনীতে এখনো ১৮ জন ভারতীয় রয়ে গেছেন, যাদের মধ্যে ১৬ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘রুশ কর্তৃপক্ষ তাদের নিখোঁজ হিসেবে চিহ্নিত করেছে। আমরা তাদের দ্রুত মুক্তি এবং প্রত্যাবাসনের চেষ্টা করছি। রুশ সেনাবাহিনীতে থাকা ১২ জন ভারতীয় নিহত হয়েছেন।’

সর্বশেষ একটি ঘটনায় ইউক্রেনের সঙ্গে সংঘর্ষে নিহত ভারতের কেরালার বাসিন্দা বিনীল বাবুর প্রসঙ্গও উল্লেখ করেন জয়সওয়াল। তিনি জানান, বিনীলের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য রুশ কর্তৃপক্ষের সঙ্গে ভারতীয় দূতাবাস যোগাযোগ করছে।

জাইন টিকে নামে আরেক ভারতীয় বর্তমানে মস্কোতে চিকিৎসাধীন আছেন। চিকিৎসা শেষ হলেই তাঁকে দেশে ফিরিয়ে আনা হবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

বিনীল ও জাইনের বিষয়ে জয়সওয়াল বলেন, ‘বিনীল বাবুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আমরা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁর মরদেহ যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের দূতাবাস রুশ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। আহত আরেক ব্যক্তি মস্কোতে চিকিৎসাধীন রয়েছেন এবং আশা করা হচ্ছে, তিনি চিকিৎসা শেষে শিগগিরই দেশে ফিরবেন।’

এর আগে গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, মস্কোতে ভারতীয় দূতাবাস উভয় ভারতীয়ের পরিবারের সঙ্গেই যোগাযোগ রাখছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সে সময় বলেছিলেন, ‘কেরালার এক ভারতীয় নাগরিকের মৃত্যু সম্পর্কে আমরা জানতে পেরেছি, যিনি সম্ভবত রুশ সেনাবাহিনীতে যুক্ত হয়েছিলেন। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।’

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান