হোম > বিশ্ব > ভারত

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে ৪২০ চিকিৎসকের মৃত্যু

নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। প্রতিদিনই দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। মৃতের তালিকায় যুক্ত হচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মতো সম্মুখসারির যোদ্ধারা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশটিতে এখনো পর্যন্ত ৪২০ জন চিকিৎসক মারা গেছেন। এর মধ্যে রাজধানী নয়াদিল্লিতেই প্রাণ গেছে ১০০ জন চিকিৎসকের।

গত সপ্তাহের শুরুতে ২৭০ জন চিকিৎসকের মৃত্যুর সংবাদ জানিয়েছিল আইএমএ। গত ১৭ মে করোনায় মারা যান ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কে কে আগরওয়াল। অথচ তিনি টিকার দুটি ডোজই নিয়েছিলেন।

আইএমএর সভাপতি ডা. জে এ জয়লাল বলেন, করোনার দ্বিতীয় ঢেউ সবার জন্যই মারাত্মক হয়ে উঠেছে। তবে বিশেষ করে যাঁরা সামনে থেকে স্বাস্থ্যসেবায় কাজ করে যাচ্ছেন তাঁদের জন্য দ্বিতীয় ঢেউ আরও বেশি ভয়ংকর।

গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের বারানসিতে স্বাস্থ্যকর্মীদের সাথে ভিডিও কনফারেন্স চলাকালীন করোনা রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও কোভিড যোদ্ধাদের ধন্যবাদ জানান। করোনা বা কোভিডে আক্রান্ত হয়ে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।

উল্লেখ্য, আইএমএ ৪২০ জন চিকিৎসকের মৃত্যুর খবর জানালেও প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। কারণ ভারতে বর্তমানে কর্মরত চিকিৎসকের সংখ্যা ১২ লাখের বেশি। তাদের মধ্যে প্রায় সাড়ে তিন লাখ সদস্যের তথ্যই শুধু আইএমএ প্রকাশ করেছে।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’