করোনায় আক্রান্ত হওয়ার পর শারীরিক জটিলতা দেখা দেওয়ায় দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, রোববার (১২ জুন) সোনিয়াকে হাসপাতালে নেওয়া হলেও শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দলের মুখপাত্র রণদ্বীপ সিং সুরজেওয়ালা এক টুইট বার্তায় জানান, ‘কোভিড সম্পর্কিত জটিলতার কারণে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে আজ গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থিতিশীল আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণের জন্য তাঁকে হাসপাতালে রাখা হয়েছে। আমরা কংগ্রেসের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগ এবং শুভ কামনার জন্য ধন্যবাদ জানাই।’