ভারতের হরিয়ানা রাজ্যে স্কুলবাস গাছের সঙ্গে সংঘর্ষে উল্টে অন্তত ছয় শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। আজ বৃহস্পতিবার সকালে হরিয়ানার নারনাউল জেলার একটি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি স্থানীয় জিএল পাবলিক স্কুল নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের। ভারতজুড়ে ঈদুল ফিতরের বন্ধ থাকলেও জিএল পাবলিক স্কুল খোলা ছিল। আজ বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের নিয়ে বাসটি স্কুলে যাওয়ার পথে কানিনা এলাকার উনানি গ্রামের কাছে উল্টে যায়।
নারনাউলের জেলা শিক্ষা কর্মকর্তা অজিত সিং সাংওয়ান হতাহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। সম্ভবত, বাসচালক মাতাল ছিলেন।
নারনাউল জেলা প্রশাসনের তথ্য অনুসারে, আহত শিক্ষার্থীদের মধ্যে ১২ জনকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে। তাঁরা আরও জানিয়েছেন, কাগজপত্র থেকে দেখা গেছে, এই বাসের ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ আরও ছয় বছর আগে, অর্থাৎ ২০১৮ সালেই শেষ হয়ে গেছে।