হোম > বিশ্ব > ভারত

বিভিন্ন দেশের কারাগারে বন্দী প্রায় ১০ হাজার ১৫২ ভারতীয় নাগরিক

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

পৃথিবীর বিভিন্ন দেশের কারাগারে প্রায় ১০ হাজার ১৫২ জন ভারতীয় নাগরিক বন্দী রয়েছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ২৫ জন ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে তাঁদের মৃত্যুদণ্ড এখনো কার্যকর করা হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান কীর্তি বর্ধন সিং।

এ সময় পৃথিবীর বিভিন্ন দেশের কারাগারে থাকা ভারতীয় যেসব বন্দীর মৃত্যুদণ্ড হয়েছে, তাঁদেরও বিস্তারিত তথ্য দিয়েছেন প্রতিমন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশে উল্লেখযোগ্যসংখ্যক ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ২৫, সৌদি আরবে ১১, মালয়েশিয়ায় ৬, কুয়েতে ৩ এবং ইন্দোনেশিয়া, কাতার, যুক্তরাষ্ট্র ও ইয়েমেনে একজন করে রয়েছেন।

কীর্তি বর্ধন সিং জানান, ভারত সরকার বিদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাগরিকদের আইনি সহায়তা প্রদান করছে। এর মধ্যে আপিল এবং প্রাণভিক্ষার আবেদন দাখিল করার মতো আইনি উপায় খুঁজে বের করতে সাহায্য করাও অন্তর্ভুক্ত। তিনি ব্যাখ্যা করে বলেন, বিদেশে ভারতীয় মিশনগুলো বিদেশি আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নাগরিকসহ সব বন্দীকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করে। এ ছাড়া মিশনগুলো কারাগার পরিদর্শন করে কনস্যুলার অ্যাক্সেসও প্রদান করে এবং আদালত, কারাগার, পাবলিক প্রসিকিউটর এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে তাঁদের মামলাগুলো ফলোআপ করে।

গত পাঁচ বছরে বিদেশে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ভারতীয় নাগরিকদের সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি জানান, মালয়েশিয়া, কুয়েত, কাতার এবং সৌদি আরবে এমন ঘটনা ঘটেছে। ২০২৪ সালে কুয়েত ও সৌদি আরবে তিনজন এবং জিম্বাবুয়েতে একজন ভারতীয়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এর আগে ২০২৩ সালে কুয়েত ও সৌদি আরবে পাঁচজন ভারতীয়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং মালয়েশিয়ায় একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

কীর্তি বর্ধন সিং আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে অনানুষ্ঠানিক তথ্য অনুযায়ী ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে সেখানে কোনো ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। কীর্তি বর্ধন সিং বলেন, সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ এ তথ্য না দেওয়ায় সঠিকভাবে কিছু যায়নি। তবে মিশনের কাছে থাকা অনানুষ্ঠানিক তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত কোনো ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ