হোম > বিশ্ব > ভারত

ভারতে বেতনভিত্তিক মধ্যবিত্ত বিলুপ্তির পথে, বলছেন বিশেষজ্ঞ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: পিটিআই

খুব শিগগিরই মাসওয়ারি বেতনভিত্তিক চাকরির দিন শেষ হয়ে যাবে। বিলুপ্ত হয়ে যেতে পারে এ ধরনের বেতনভোগী মধ্যবিত্ত শ্রেণি। বিশেষ করে ভারতে এই মধ্যবিত্ত শ্রেণিটি চলতি দশকের মধ্যেই সম্ভবত বিলুপ্ত হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ভারত মার্সেলাস ইনভেস্টমেন্ট ম্যানেজার্স নামে পোর্টফোলিও ম্যানেজমেন্ট পরিষেবা সংস্থার প্রতিষ্ঠাতা সৌরভ মুখার্জিয়া সম্প্রতি ‘বিয়ন্ড দ্য পে চেক: ইন্ডিয়াস অনট্রপ্রুনারিয়াল রিবার্থ’ পডকাস্টে এমন ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছেন।

তাঁর মতে, এই দশকেই বেতনভিত্তিক চাকরি কাঠামোর অবসান ঘটবে। তাই পরিশ্রমী, শিক্ষিত মানুষের জন্য সেটি আর জীবিকা নির্বাহের টেকসই রাস্তা নয়। তিনি বলেন, ‘আমরা আমাদের বাবা–মাকে দেখেছি একই প্রতিষ্ঠানে ৩০ বছর ধরে কাজ করতেন। এই পুরোনো মডেলের অবসান ঘটতে যাচ্ছে। এই চাকরিভিত্তিক অবকাঠামোই আসলে মধ্যবিত্ত শ্রেণি গড়ে তুলেছে। এখন এই কাঠামো বিলুপ্তির পথে।’

ভারতের বাজারবিষয়ক বিশেষজ্ঞ সৌরভ মুখার্জিয়া বলেন, ‘এখন বেশির ভাগ কাজই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) করে ফেলছে। যে কাজগুলো আপনি বিনা মূল্যে এআই দিয়ে করাতে পারছেন, সেটির জন্য বেতন দিয়ে একজন মানুষ রাখার তো দরকার নেই! ফলে, ধীরে ধীরে চাকরির বাজার সংকুচিত হচ্ছে।’

তবে, চাকরিভিত্তিক ক্যারিয়ার কাঠামো বিলুপ্তির এই চিত্রকে কেবল হতাশাজনক বলে মানতে রাজি নন এই বিশেষজ্ঞ। জীবিকা নির্বাহের এই কাঠামোর বিলুপ্তিকে একজন ব্যক্তির জীবন তো বটেই পুরো সমাজব্যবস্থারই উন্নয়নের এক অপার সম্ভাবনা হিসেবে কাজে লাগানো যেতে পারে বলে মনে করেন তিনি। বলেন, ‘নিজেদের করপোরেট ক্যারিয়ার সুন্দর ও নিরাপদ করতে আমরা যে পরিমাণ অধ্যবসায়, পরিশ্রম আর মেধা খরচ করি, সেই একই উদ্যমে যদি উদ্যোক্তা হই, তাহলে তা হতে পারে নতুন সমৃদ্ধির ইঞ্জিন।’

সৌরভ আরও বলেন, ‘ভারতীয় সমাজের মানুষ ঝুঁকি নিতে চায় না, তারা স্থিতিশীলতা চায়। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণ বেতন আসবে, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। সন্তানদের কেবল চাকরিপ্রার্থী হিসেবে তৈরি করা বন্ধ করতে হবে অভিভাবকদের।’

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, গুগলের দাবি, তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম ও পরিষেবার এক–তৃতীয়াংশ কোডই লিখছে এআই।

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির

ভারতে ঘন কুয়াশায় ১০টি বাস–গাড়ির সংঘর্ষ, নিহত অন্তত ৪

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি