হোম > বিশ্ব > ভারত

জম্মু–কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি খাদে, ৪ ভারতীয় সেনা নিহত

বান্দিপোরা জেলার এসকে পায়েন গ্রামের কাছে দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে। ছবি: এক্স

ভারত নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরের বান্দিপোরা জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি রাস্তা থেকে গভীর খাদে পড়ে চার সেনা নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, বান্দিপোরা জেলার এসকে পায়েন গ্রামের কাছে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে।

সেনা কর্মকর্তারা জানিয়েছেন, খারাপ আবহাওয়া এ দুর্ঘটনার কারণ হতে পারে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সেনাবাহিনীর একটি গাড়ি ঘন কুয়াশায় আলোকস্বল্পতার কারণে রাস্তা থেকে খাদে পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সেনাদের উদ্ধার করা হয়। আমরা স্থানীয় নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘দুঃখজনকভাবে, এই মর্মান্তিক দুর্ঘটনায় তিন সেনা শহীদ হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

এই বিবৃতির কয়েক ঘণ্টা পরে সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, আহতদের মধ্যে আরও এক সেনা মারা গেছেন।

এর আগে গত ২৪ ডিসেম্বর, ভারত নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনা সদস্যদের বহনকারী একটি গাড়ি বালনোইয়ের দিকে যাওয়ার পথে ঘারোয়া এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এই দুর্ঘটনায় পাঁচ সেনাসদস্য নিহত ও অন্তত নয়জন আহত হন।

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার