হোম > বিশ্ব > ভারত

গোয়ায় হেরে হতাশ মমতার তৃণমূল

কলকাতা প্রতিনিধি

ভারতের পাঁচ রাজ্যে হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে অন্যতম রাজ্য ছিল গোয়া। নির্বাচনে গোয়ায় নিজেদের শক্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল তৃণমূল। কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত ভোটের ফলাফল থেকে দেখা গেছে নির্বাচনে বিন্দুমাত্র সুবিধা করতে পারেনি দলটি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তাঁর ভাতিজা ও দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বারবার রাজ্যটিতে ছুটে গেলেও একটি আসনেও জিততে পারেনি তাঁদের প্রার্থীরা। মোট ভোটের মাত্র ৫ দশমিক ২১ শতাংশ ভোট পেয়েছেন তাঁরা। ভোট প্রাপ্তির হিসেবে দলটির অবস্থান তালিকার পাঁচ নম্বরে।

কংগ্রেসের অভিযোগ—তাদের ভোট কমিয়ে বিজেপিকে সুবিধা দিতেই গোয়ায় গিয়েছিলেন মমতা। সেই কাজে তৃণমূল সফল বলেই মনে করেন, পশ্চিমবঙ্গের কংগ্রেস মুখপাত্র সুমন গাঙ্গুলি।

তবে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, আগামী দিনেও গোয়ার মানুষের পাশে থাকবে দলটি। কংগ্রেসের কটাক্ষ উড়িয়ে দিয়ে দলটির দাবি, বিজেপি বিরোধী লড়াইয়ে এখন গোটা দেশেরই মুখ মমতা ব্যানার্জি।

এ দিকে, মায়াবতীর বহুজন সমাজপার্টিও ব্যর্থ হয়েছে উত্তর প্রদেশে। ৪০৩টি কেন্দ্রের মধ্যে তাঁরা জিতেছে মাত্র দুটিতে। প্রাপ্ত ভোট ১২.৮৮ শতাংশ। তাদের বিরুদ্ধেও অভিযোগ, বিজেপিকে সুবিধা করে দিয়েছে দলটি। সমাজবাদী পার্টির নেতারা মায়াবতীর দলকে বিজেপির বি-টিম বলে কটাক্ষ করতে শুরু করেছেন। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মায়াবতী।

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত