হোম > বিশ্ব > ভারত

মমতার ওপর চাপ বাড়ছে আরজি কর নিয়ে

ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায় আর জি কর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর আবারও চাপ বাড়ছে। এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গতকাল রোববার আবারও পথে নামলেন চিকিৎসকেরা। এন আর এস মেডিকেল কলেজ থেকে ওই মহামিছিল যায় ধর্মতলার উদ্দেশে। মিছিলে ছিলেন নির্যাতিতার মা-বাবাও। দাবি একটাই, দ্রুত বিচার। 

এদিকে হত্যাকাণ্ডের এই বিচারের দাবির মধ্যেই প্রতিবাদে তৃণমূলের সংসদ সদস্যপদ ছাড়লেন জহর সরকার। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন তিনি। 

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, আজ সোমবার আর জি করের ঘটনার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা কালো বেলুন উড়িয়ে ধর্মতলার দিকে যেতে যেতে আন্দোলনকারীরা বলেন, ‘একটাই দাবি আমাদের, বিচার চাই। এবার সুপ্রিম কোর্টের পরীক্ষা। আমরা আশাহত হয়ে আছি, আমাদের আশা পূরণ করতে পারেন শীর্ষ আদালতই।’ 

গত ৯ আগস্টের ওই ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত করছে সিবিআই। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে এখনো কোনো দিশা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছে চিকিৎসকদের একাংশ। 

এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জহর সরকার জানালেন, ‘আমি গত এক মাস ধৈর্য ধরে আর জি কর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি আর ভেবেছি, আপনি কেন সেই পুরোনো মমতা ব্যানার্জির মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না। এখন সরকার যে সব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে, তা এককথায় অতি অল্প এবং অনেক দেরি হয়ে গেছে।’ 

এর আগে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন তৃণমূলের রাজ্যসভা সংসদ সদস্য সুখেন্দুশেখর রায়। কিন্তু এই প্রথম শাসকদলের কোনো সংসদ সদস্য ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। শুধু তা-ই নয়, রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জহর।

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার