হোম > বিশ্ব > ভারত

মমতার ওপর চাপ বাড়ছে আরজি কর নিয়ে

ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায় আর জি কর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর আবারও চাপ বাড়ছে। এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গতকাল রোববার আবারও পথে নামলেন চিকিৎসকেরা। এন আর এস মেডিকেল কলেজ থেকে ওই মহামিছিল যায় ধর্মতলার উদ্দেশে। মিছিলে ছিলেন নির্যাতিতার মা-বাবাও। দাবি একটাই, দ্রুত বিচার। 

এদিকে হত্যাকাণ্ডের এই বিচারের দাবির মধ্যেই প্রতিবাদে তৃণমূলের সংসদ সদস্যপদ ছাড়লেন জহর সরকার। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন তিনি। 

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, আজ সোমবার আর জি করের ঘটনার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা কালো বেলুন উড়িয়ে ধর্মতলার দিকে যেতে যেতে আন্দোলনকারীরা বলেন, ‘একটাই দাবি আমাদের, বিচার চাই। এবার সুপ্রিম কোর্টের পরীক্ষা। আমরা আশাহত হয়ে আছি, আমাদের আশা পূরণ করতে পারেন শীর্ষ আদালতই।’ 

গত ৯ আগস্টের ওই ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত করছে সিবিআই। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে এখনো কোনো দিশা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছে চিকিৎসকদের একাংশ। 

এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জহর সরকার জানালেন, ‘আমি গত এক মাস ধৈর্য ধরে আর জি কর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি আর ভেবেছি, আপনি কেন সেই পুরোনো মমতা ব্যানার্জির মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না। এখন সরকার যে সব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে, তা এককথায় অতি অল্প এবং অনেক দেরি হয়ে গেছে।’ 

এর আগে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন তৃণমূলের রাজ্যসভা সংসদ সদস্য সুখেন্দুশেখর রায়। কিন্তু এই প্রথম শাসকদলের কোনো সংসদ সদস্য ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। শুধু তা-ই নয়, রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জহর।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’