হোম > বিশ্ব > ভারত

ভুটান থেকে বাংলাদেশগামী পাথরবাহী ট্রাক সীমান্তে আটকে দিলেন ভারতীয়রা

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

ভারতের শিলিগুড়ির ফুলবাড়ী স্থলবন্দরে (এটি বাংলাদেশের পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দরের বিপরীতে অবস্থিত) ভুটান থেকে বাংলাদেশগামী পাথর বহনকারী ট্রাক আটকে দিয়েছেন ভারতীয় পরিবহনকর্মীরা। গতকাল সোমবার তাঁরা ভুটান থেকে বাংলাদেশগামী ট্রাকগুলো আটকে দেন। ফুলবাড়ীর পরিবহনকর্মীদের দাবি, গত তিন মাস ধরে তাঁদের ট্রাক বাংলাদেশে পাথর নিতে পারছে না। বাংলাদেশের আমদানিকারকেরা কেবল ভুটান থেকে পাথর কিনছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এই অবরোধের কারণে সীমান্তসংলগ্ন এলাকায় ভুটানের ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়। পরে বিকেলে শিলিগুড়ির সাবেক মেয়র গৌতম দেবের সঙ্গে বৈঠকের পর ভারতীয় পরিবহনকর্মীরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আজ মঙ্গলবার জলপাইগুড়ির জেলা প্রশাসকের (ফুলবাড়ী জলপাইগুড়ি জেলায় অবস্থিত) সঙ্গে এই বিষয়ে পরিবহনকর্মীদের আলোচনায় বসার কথা রয়েছে।

ফুলবাড়ী ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক শুভংকর নস্কর জানান, তিন মাস ধরে ফুলবাড়ীর ট্রাকমালিকেরা বাংলাদেশে পাথর পাঠাতে পারছেন না। কারণ, বাংলাদেশ কেবল ভুটান থেকে পাথর কিনছে। তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক অবনতির কারণে আমদানিকারকেরা আমাদের পরিবহনকর্মীদের মাধ্যমে পাথর কিনছেন না। এর ফলে আমাদের ব্যবসায় মারাত্মক প্রভাব পড়েছে।’

নস্কর বলেন, ফুলবাড়ীর ১ হাজার ৫০০-এর বেশি ট্রাকমালিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাংলাদেশ যদি তাঁদের ট্রাকচালকদের পাথর রপ্তানির অনুমতি না দেয়, তাহলে ভুটান থেকে কোনো ট্রাক ফুলবাড়ী দিয়ে তাঁদের সীমান্ত অতিক্রম করতে পারবে না বলেও হুমকি দেন তিনি।

ফুলবাড়ী ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ছাড়াও ফুলবাড়ী ট্রাক ড্রাইভারস অ্যাসোসিয়েশন, ফুলবাড়ী এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও ফুলবাড়ী সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সদস্যরা ফুলবাড়ী সীমান্তে জড়ো হয়েছিলেন। তাঁরা প্রায় ১৫০ জন মিলে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত অবরোধ ও অবস্থান ধর্মঘট পালন করেন।

খবর ছড়িয়ে পড়লে মেয়র তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। এই সমিতিগুলোর প্রতিনিধি, স্থানীয় আইএনটিটিইউসি নেতা ও গ্রাম পঞ্চায়েতের কিছু সদস্যের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে দেখা করে। মেয়র তাদের কথা শোনেন এবং জলপাইগুড়ির জেলা প্রশাসক শামা পারভিনের সঙ্গে ফোনে কথা বলে বিষয়টি দেখতে অনুরোধ করেন।

নস্কর বলেন, ‘মেয়র আমাদের আশ্বাস দিয়েছেন যে আগামী তিন দিনের মধ্যে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। আজ বিকেলে জেলা প্রশাসকের সঙ্গে একটি প্রতিনিধিদলও দেখা করবে। যদি আগামী ৭২ ঘণ্টার মধ্যে আমাদের সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা সীমান্তে আমাদের আন্দোলন আবার শুরু করব।’

সূত্র জানায়, প্রতিদিন ভুটান থেকে প্রায় ২৫০টি ট্রাক ফুলবাড়ী দিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পাথর বহন করে। এক পরিবহনকর্মী জানান, প্রতিটি ট্রাক প্রায় ৩০ টন পাথর বহন করে।

ট্রাক মালিক সমিতির সম্পাদক মো. শাহজাহান বলেন, ‘আমরা আজ (সোমবার) আমাদের অবরোধ তুলে নিয়েছি। কিন্তু যদি আমাদের ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়া হয়, তাহলে আমরা ভুটান থেকে আসা সমস্ত ট্রাক বন্ধ করে দেব এবং সেই যানবাহনগুলোকে সীমান্ত অতিক্রম করতে দেব না।’

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর