হোম > বিশ্ব > ভারত

উড়োজাহাজটি মেডিকেল হোস্টেলে আছড়ে পড়ল

আজকের পত্রিকা ডেস্ক­

মেডিকেল হোস্টেলে উড়োজাহাজটি আছড়ে পড়ে। ছবি: সংগৃহীত

ভারতে বিধ্বস্ত উড়োজাহাজটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বিজে মেডিকেল কলেজের চিকিৎসকদের হোস্টেল ভবনের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় হোস্টেলের ডাইনিং এরিয়াতে বহু এমবিবিএস ছাত্র উপস্থিত ছিলেন। ফলে অনেক ছাত্র ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গুজরাটের আহমেদাবাদে আজ বৃহস্পতিবার সকালে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডনের গ্যাটউইক বিমনবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। উড্ডয়নের মাত্র দুই মিনিট পরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় হোস্টেলের ডাইনিংয়ে বহু এমবিবিএস ছাত্র উপস্থিত ছিলেন। এ পর্যন্ত দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক ছাত্র ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন এবং আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন এক টুইটে বলেছে, ‘আমরা এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। অনেক এমবিবিএস ছাত্র আহত বা নিহত হয়েছেন—আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি এবং প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত।’

We are deeply shocked about the news of AI ✈️ , crashing in Ahmedabad. !

News have become more gruesome after finding out that flight had crushed in BJMC, Hostel & many MBBS students have also been injured!!!!

We are monitoring the situation closely & are ready for any help! pic.twitter.com/gZ4vQwy34P

— FAIMA Doctors Association (@FAIMA_INDIA_) June 12, 2025
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের বহু বাহিনী ও অ্যাম্বুলেন্স পৌঁছায়। উদ্ধারকাজ চলছে এবং আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা ও উদ্ধারকর্মীরা উদ্ধার কাজে অংশ নিচ্ছেন।

Plane crash in BJ medical College hostel of doctors..
Mass casuality of UG students of MBBS as per information from civil hospital ahmdabad 🙏 pic.twitter.com/mrAMTLJjco

— Dr.Lokendra Bidiyasar (@BidiyasarDr) June 12, 2025
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতিতে বলেন, ‘আহমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের শোকাহত করেছে। এটি এক হৃদয়বিদারক ঘটনা। ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছি এবং উদ্ধারকাজে সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রাখছি।’

এদিকে সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি উড়োজাহাজে ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও খবর পড়ুন:

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত