হোম > বিশ্ব > ভারত

বিহারে বাঘের পেটে ৮, আতঙ্ক রাজ্যজুড়ে

কলকাতা প্রতিনিধি

ভারতের বিহার রাজ্যে বাঘের আতঙ্কে দিশেহারা মানুষ। সরকারি সূত্রের খবর, গত ১২ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত অন্তত ৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে সাড়ে তিন বছর বয়সী একটি বাঘটি। কিন্তু বাঘটি কোথা থেকে এসেছে তা নিয়ে এখনো নিশ্চিত নন বিহারের বন বিভাগের কর্মকর্তারা।

বিহারের চাম্পারণ জেলার বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে ওই বাঘটি লোকালয়ে এসে হামলা চালিয়ে প্রাণ সংহার করছে বলে খবর পাওয়া গেছে। এরই মধ্যে ৮ জন প্রাণ হারানোয় স্থানীয়রা দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে বাল্মীকি রিজার্ভ ফরেস্টের উপকণ্ঠে পাহারার ব্যবস্থাও করেছে।

বিহারের প্রধান বন্য প্রাণী তত্ত্বাবধায়ক প্রভাত কুমার গুপ্ত বাঘটিকে দেখামাত্র গুলি করার নির্দেশনা জারি করেছেন। গত শুক্রবার বাল্মীকি টাইগার রিজার্ভ ফরেস্টের উপকণ্ঠে ডুমরি গ্রামের সঞ্জয় মাহাতো বাঘের আক্রমণে আহত হলে এই নির্দেশনা জারি করা হয়। অনেকেরই আশঙ্কা নেপাল বা অন্য কোনো রাজ্য থেকে বিহারে ঢুকে পড়েছে নরখাদক বাঘটি।

এর আগে, গত বুধবার দিবাগত রাতে ১২ বছরের এক কিশোরীকে টেনে নেয় বাঘটি। ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘বাঘটি ওই কিশোরীর বিছানার মশারি টেনে ছিঁড়ে ফেলে কিশোরীটির ঘাড় তার দুই চোয়ালে আটকে নিয়ে চলে যায়। পরে আমরা তাঁর মরদেহ উদ্ধার করি।’

এদিকে, বাঘটিকে খুঁজে বের করতে আকাশে  ওড়ানো হয়েছে একঝাঁক আধুনিক ড্রোন। ৫০০ জনেরও বেশি বন্দুকধারী প্রহরী তল্লাশি অভিযানে নেমেছেন। গ্রামবাসীরাও আতঙ্কিত। শুক্রবার ডুমরো গ্রামের সঞ্জয় মাহাতোকেও বাঘটি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বৃহস্পতিবার এক কিশোরীকেও হত্যা করেছে বাঘটি।

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই

পাকিস্তান আর গণতন্ত্র একসঙ্গে যায় না—ইমরান খানকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র

বঙ্কিমের ‘বন্দে মাতরম’ নিয়ে লোকসভায় কংগ্রেসকে মোদির তীব্র আক্রমণ