হোম > বিশ্ব > ভারত

মমতার হস্তক্ষেপে কলকাতার রেড রোডে ঈদের নামাজের অনুমতি

কলকাতা সংবাদদাতা

রেড রোড কলকাতা। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে অবশেষ জট খুলল! কলকাতার ঐতিহাসিক রেড রোডে আসন্ন ঈদের নামাজের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। আজ সোমবার দুপুরে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড থেকে খিলাফত কমিটির সভাপতি ও মন্ত্রী জাভেদ আহমেদ খানকে রেড রোডে নামাজের অনুমতি দেওয়ার কথা জানানো হয়। পরে নবান্নের শীর্ষ কর্মকর্তাদের নয়াদিল্লি থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই অনুমতির বিষয়টি নিশ্চিত করেন। এর মধ্য দিয়ে আসন্ন ঈদ উৎসবে ধর্মতলার রেড রোডে ইসলাম ধর্মাবলম্বীদের নামাজ পড়ার অনুমতি মিলল।

গত ৩১ মে ‘কলকাতা খিলাফত কমিটি’কে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড জানিয়েছিল, সামরিক প্রশিক্ষণের কারণে কলকাতার রেড রোডে নামাজের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। এই খবর জানার পরই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ ক্ষোভ প্রকাশ করে। রাজ্যের মন্ত্রী ও খিলাফত কমিটির সভাপতি জাভেদ আহমেদ খান বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হন।

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাভেদ আহমেদ খানকে আশ্বাস দিয়েছিলেন, তিনি বিষয়টি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। সেই অনুযায়ী নবান্ন থেকে সেনার ইস্টার্ন কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হয়। দুদিন ধরে নবান্ন থেকে ইস্টার্ন কমান্ড ও দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ ও আলোচনার মাধ্যমে অবশেষে এই অনুমতি আদায় করা সম্ভব হয়েছে।

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার