হোম > বিশ্ব > ভারত

মমতার হস্তক্ষেপে কলকাতার রেড রোডে ঈদের নামাজের অনুমতি

কলকাতা সংবাদদাতা

রেড রোড কলকাতা। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে অবশেষ জট খুলল! কলকাতার ঐতিহাসিক রেড রোডে আসন্ন ঈদের নামাজের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। আজ সোমবার দুপুরে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড থেকে খিলাফত কমিটির সভাপতি ও মন্ত্রী জাভেদ আহমেদ খানকে রেড রোডে নামাজের অনুমতি দেওয়ার কথা জানানো হয়। পরে নবান্নের শীর্ষ কর্মকর্তাদের নয়াদিল্লি থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই অনুমতির বিষয়টি নিশ্চিত করেন। এর মধ্য দিয়ে আসন্ন ঈদ উৎসবে ধর্মতলার রেড রোডে ইসলাম ধর্মাবলম্বীদের নামাজ পড়ার অনুমতি মিলল।

গত ৩১ মে ‘কলকাতা খিলাফত কমিটি’কে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড জানিয়েছিল, সামরিক প্রশিক্ষণের কারণে কলকাতার রেড রোডে নামাজের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। এই খবর জানার পরই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ ক্ষোভ প্রকাশ করে। রাজ্যের মন্ত্রী ও খিলাফত কমিটির সভাপতি জাভেদ আহমেদ খান বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হন।

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাভেদ আহমেদ খানকে আশ্বাস দিয়েছিলেন, তিনি বিষয়টি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। সেই অনুযায়ী নবান্ন থেকে সেনার ইস্টার্ন কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হয়। দুদিন ধরে নবান্ন থেকে ইস্টার্ন কমান্ড ও দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ ও আলোচনার মাধ্যমে অবশেষে এই অনুমতি আদায় করা সম্ভব হয়েছে।

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর