হোম > বিশ্ব > ভারত

মমতার হস্তক্ষেপে কলকাতার রেড রোডে ঈদের নামাজের অনুমতি

কলকাতা সংবাদদাতা

রেড রোড কলকাতা। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে অবশেষ জট খুলল! কলকাতার ঐতিহাসিক রেড রোডে আসন্ন ঈদের নামাজের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। আজ সোমবার দুপুরে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড থেকে খিলাফত কমিটির সভাপতি ও মন্ত্রী জাভেদ আহমেদ খানকে রেড রোডে নামাজের অনুমতি দেওয়ার কথা জানানো হয়। পরে নবান্নের শীর্ষ কর্মকর্তাদের নয়াদিল্লি থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই অনুমতির বিষয়টি নিশ্চিত করেন। এর মধ্য দিয়ে আসন্ন ঈদ উৎসবে ধর্মতলার রেড রোডে ইসলাম ধর্মাবলম্বীদের নামাজ পড়ার অনুমতি মিলল।

গত ৩১ মে ‘কলকাতা খিলাফত কমিটি’কে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড জানিয়েছিল, সামরিক প্রশিক্ষণের কারণে কলকাতার রেড রোডে নামাজের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। এই খবর জানার পরই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ ক্ষোভ প্রকাশ করে। রাজ্যের মন্ত্রী ও খিলাফত কমিটির সভাপতি জাভেদ আহমেদ খান বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হন।

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাভেদ আহমেদ খানকে আশ্বাস দিয়েছিলেন, তিনি বিষয়টি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। সেই অনুযায়ী নবান্ন থেকে সেনার ইস্টার্ন কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হয়। দুদিন ধরে নবান্ন থেকে ইস্টার্ন কমান্ড ও দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ ও আলোচনার মাধ্যমে অবশেষে এই অনুমতি আদায় করা সম্ভব হয়েছে।

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত