হোম > বিশ্ব > ভারত

আর্থিক অনটনে দুই সন্তানকে হত্যার পর ভারতীয় দম্পতির আত্মহত্যা

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

ভারতের হায়দরাবাদে দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক দম্পতি। তাঁরা আর্থিক অনটনে এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। গতকাল সোমবার রাতে হাবসিগুডা এলাকায় রবিশঙ্কর নগর কলোনির একটি বাড়ি থেকে চারটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চন্দ্রশেখর রেড্ডি (৪৪) ও তাঁর স্ত্রী কবিতা (৩৫) মেয়ে শ্রিতা রেড্ডি (১৫) ও ছেলে বিশ্বন রেড্ডিকে (১০) শ্বাসরোধে হত্যার পর নিজেরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

শ্রিতা নবম শ্রেণির এবং বিশ্বন রেড্ডি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এক পুলিশ কর্মকর্তা জানান, জরুরি নম্বর ১০০তে ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা চন্দ্রশেখর ও তাঁর স্ত্রী কবিতার মরদেহ ভিন্ন ভিন্ন ঘরে পেয়েছিলেন। সন্তানদের মরদেহ বিছানায় পড়ে ছিল।

ঘটনাস্থল থেকে পুলিশ চন্দ্রশেখর রেড্ডির লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করে। নোটে তিনি লিখেছেন, তাঁর এবং তাঁর পরিবারের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

চন্দ্রশেখর আরও লিখেছেন, ‘আমার জীবনের সমাপ্তি ঘটানো ছাড়া আর কোনো উপায় দেখছি না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ক্যারিয়ার নিয়ে লড়াই করেছি। মানসিক ও শারীরিকভাবে ভুগছি। আমার ডায়াবেটিস, স্নায়ু ও কিডনি সংক্রান্ত সমস্যা ভুগছি।’

পুলিশ মরদেহগুলো গান্ধী হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে।

সার্কেল ইন্সপেক্টর এন. রাজেন্দ্র বলেন, তাঁরা মৃত্যুর ঘটনা রেজিস্ট্রার করে তদন্ত শুরু করেছেন। শিশুদের মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, পরিবারটি মাহবুবনগর জেলার কালওকুরথি থেকে এক বছর আগে হায়দরাবাদে এসেছিল।

চন্দ্রশেখর রেড্ডি কয়েক মাস একটি বেসরকারি কলেজে জুনিয়র লেকচারার হিসেবে কাজ করেছিলেন। পরে প্রায় ছয় মাস তিনি বেকার ছিলেন। আয়-রোজগারের কোনো উৎস না থাকায় পরিবারটি বেশ আর্থিক সমস্যায় পড়ে যায়।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে