হোম > বিশ্ব > ভারত

আর্থিক অনটনে দুই সন্তানকে হত্যার পর ভারতীয় দম্পতির আত্মহত্যা

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

ভারতের হায়দরাবাদে দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক দম্পতি। তাঁরা আর্থিক অনটনে এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। গতকাল সোমবার রাতে হাবসিগুডা এলাকায় রবিশঙ্কর নগর কলোনির একটি বাড়ি থেকে চারটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চন্দ্রশেখর রেড্ডি (৪৪) ও তাঁর স্ত্রী কবিতা (৩৫) মেয়ে শ্রিতা রেড্ডি (১৫) ও ছেলে বিশ্বন রেড্ডিকে (১০) শ্বাসরোধে হত্যার পর নিজেরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

শ্রিতা নবম শ্রেণির এবং বিশ্বন রেড্ডি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এক পুলিশ কর্মকর্তা জানান, জরুরি নম্বর ১০০তে ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা চন্দ্রশেখর ও তাঁর স্ত্রী কবিতার মরদেহ ভিন্ন ভিন্ন ঘরে পেয়েছিলেন। সন্তানদের মরদেহ বিছানায় পড়ে ছিল।

ঘটনাস্থল থেকে পুলিশ চন্দ্রশেখর রেড্ডির লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করে। নোটে তিনি লিখেছেন, তাঁর এবং তাঁর পরিবারের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

চন্দ্রশেখর আরও লিখেছেন, ‘আমার জীবনের সমাপ্তি ঘটানো ছাড়া আর কোনো উপায় দেখছি না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ক্যারিয়ার নিয়ে লড়াই করেছি। মানসিক ও শারীরিকভাবে ভুগছি। আমার ডায়াবেটিস, স্নায়ু ও কিডনি সংক্রান্ত সমস্যা ভুগছি।’

পুলিশ মরদেহগুলো গান্ধী হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে।

সার্কেল ইন্সপেক্টর এন. রাজেন্দ্র বলেন, তাঁরা মৃত্যুর ঘটনা রেজিস্ট্রার করে তদন্ত শুরু করেছেন। শিশুদের মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, পরিবারটি মাহবুবনগর জেলার কালওকুরথি থেকে এক বছর আগে হায়দরাবাদে এসেছিল।

চন্দ্রশেখর রেড্ডি কয়েক মাস একটি বেসরকারি কলেজে জুনিয়র লেকচারার হিসেবে কাজ করেছিলেন। পরে প্রায় ছয় মাস তিনি বেকার ছিলেন। আয়-রোজগারের কোনো উৎস না থাকায় পরিবারটি বেশ আর্থিক সমস্যায় পড়ে যায়।

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই

পাকিস্তান আর গণতন্ত্র একসঙ্গে যায় না—ইমরান খানকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র