হোম > বিশ্ব > ভারত

চীনের মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ১৮ 

ঢাকা: চীনের একটি মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ জন নিহত হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই শিশু। আজ শুক্রবার ভোরে দেশটির হেনান প্রদেশে ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকবলিত মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের প্রধানকে আটক করেছে পুলিশ। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনের হেনান প্রদেশের ঝেচেং কাউন্টির সরকার ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভোররাত ৩টার দিকে স্থানীয় একটি মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬ জন আহত হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।  

অগ্নিকাণ্ডে আহত হাসপাতালে ভর্তি এক শিশুর বাবা ঝংহং বলেন, ``আমার সন্তানের বয়স ৯ বছর। আমি তার বর্তমান অবস্থা সম্পর্কে কিছুই জানতে পারছি না।' 

অগ্নিকাণ্ডের সময় মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে থাকা আরেক শিশুর বাবা বলেন, `খুবই সৌভাগ্যজনকভাবে অগ্নিকাণ্ড থেকে আমার ছেলে বাঁচতে সক্ষম হয়েছে। আগুন লাগার কারণ সম্পর্কে আমি নির্দিষ্ট কিছু জানি না।'

রয়টার্স বলছে, চীনে অগ্নিকাণ্ডের কারণে হতাহতের ঘটনা প্রায়শই ঘটে থাকে। দেশটির বিদ্যমান ভবনগুলোতে সামঞ্জস্যহীন নিরাপত্তা প্রটোকল এবং মানহীন নির্মাণ কর্মকাণ্ডের কারণেই দুর্ঘটনা ঘটে থাকে। 

এর আগে ২০০০ সালে চীনের লউয়াং শহরে ক্রিস্টমাস ডের অনুষ্ঠানে নাইট ক্লাবে আগুন লেগে ৩০৯ জন নিহত হয়েছিলেন।

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ