হোম > বিশ্ব > ভারত

ভারতে চলন্ত বাইকে মুখোমুখি বসা দুই তরুণীর হোলি খেলা, গুনতে হলো জরিমানা

ভারতে মোটরসাইকেলে দুই নারীর হোলি খেলার ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ক্ষুব্ধ করেছে। এতে ওই দুই নারীকে ৩৩ হাজার রুপি জরিমানা করা হয়েছে। 

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলটি এক যুবক চালাচ্ছেন আর তাঁর পেছনে দুই তরুণী মুখোমুখী বসে আছেন। মেয়ে দুটি হোলি খেলার সময় একে অপরের সঙ্গে উত্তেজক আচরণ করছিলেন। অন্য একজন ভিডিওটি ধারণ করেন। 

ক্লিপটি ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয় ও তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। 

ভিডিওটি ভাইরাল হওয়ার পরে, এটি প্রশাসনের নজরে আসে। 

বিষয়টি নজরে এলে ভারতের নয়ডা ট্রাফিক পুলিশ একটি এক্স (সাবেক টুইটার) পোস্টে জানায়, সংশ্লিষ্ট মোটরসাইকেলকে ৩৩ হাজার রুপি জরিমানা করা হয়েছে। 

নয়ডা ট্র্যাফিক পুলিশ এক্সবার্তায় লিখে, অভিযোগটি আমলে নিয়ে ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য সংশ্লিষ্ট গাড়িকে আইন অনুযায়ী ই-চালানে ৩৩ হাজার রুপি জরিমানা করা হয়েছে। 

এদিকে, ইন্টারনেট ব্যবহারকারীরা ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তিদের নিন্দা জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এই দুটি মেয়ে এমন অশ্লীল কাজে লিপ্ত হয়ে সমাজকে কী বার্তা দেবে? এমনকি শিশুরাও এই ভিডিওগুলো দেখে।’ 

অন্য একজন লিখেছেন, ‘তাঁরা মদ্যপ অবস্থায় আছে। হোলির ছদ্মবেশে দিনের আলোতে এই ধরনের অশ্লীল আচরণের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার।’ 

আরেকজন মন্তব্য করেছেন, ‘হোলির ছদ্মবেশে, কথিত সংস্কৃতিমনা মেয়েরা অশ্লীলতা ছড়িয়েছে, দিল্লি মেট্রোর প্রভাব গ্রেটার নয়ডায় পৌঁছেছে, আমরা কি একে অশ্লীলতা বলব নাকি রিলের ভূত?’ 

এর আগে দিল্লি মেট্রোর আরেকটি ভিডিও ভারতে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, দুই মেয়ে শাড়ি পরে একে অপরের মুখে রঙ লাগাচ্ছেন ও অন্তরঙ্গ অঙ্গভঙ্গি করছেন। 

ঘটনাটি দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (ডিএমআরসি) নজরে আসলে কর্মকর্তারা জানান, ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়ে থাকতে পারে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে