হোম > বিশ্ব > ভারত

চলতি মাসেই ভারতে পাওয়া যাবে স্পুটনিক ৫

ভারতে জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের চূড়ান্ত ধাপে রয়েছে রাশিয়ার কোভিড ভ্যাকসিন স্পুটনিক ৫। চলতি এপ্রিল মাসের মধ্যেই সীমিত আকারে এদেশে ভ্যাকসিনটি পাওয়া যেতে পারে।

ওষুধ প্রস্তুতকারী সংস্থা ডক্টর রেড্ডি’স ল্যাবের মাধ্যমে এটি ভারতের বাজারে আসবে। অনুমোদন পেলে ভারতের পাঁচটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি বছরে ৮৫ কোটি ডোজ স্পুটনিক ৫ উৎপাদন করবে।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

এ নিয়ে আরডিআইএফ-এর নির্বাহী কর্মকর্তা কিরিল দিমিত্রিভ এনডিটিভিকে বলেন, আমরা বিশ্বাস করি, এপ্রিলের শেষনাগাদ ভ্যাকসিনের প্রথম ডোজ পাওয়া যাবে। মের শুরুতেও পাওয়া যেতে পারে। তবে মে মাসে ভারতে পাওয়া যাবে এটা নিশ্চিত।

কিরিল আরও বলেন, আপনারা জানেন যে ভারতে আমরা পাঁচটি বড় উৎপাদক পেয়েছি যারা এই ভ্যাকসিন প্রস্তুত করবে। তবে পুরোদস্তুর ভ্যাকসিন পাওয়ার জন্য কয়েক মাস অপেক্ষা করতে হবে। আমাদের বিশ্বাস জুনের মধ্যে আমরা ভালো উৎপাদনে যেতে পারবো।

একটি বিবৃতিতে আরডিআইএফ-এর পক্ষ থেকে বলা হয়, ভারত সবচেয়ে জনবহুল দেশ, যেখানে রুশ ভ্যাকসিন অনুমোদন পেতে যাচ্ছে। এরই মধ্যে বিশ্বের ৬০টি দেশের ৩০০ কোটি মানুষের জন্য ভ্যাকসিনটির অনুমোদন দেওয়া হয়েছে। সে হিসাবে বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ ভ্যাকসিনটি পাবে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভ্যাকসিন প্রস্তুত করার জন্য ভারতের পাঁচটি  ওষুধ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তি করেছে আরডিআইএফ। কোম্পানিগুলো হলো- গ্ল্যান্ড ফার্মা, হেটেরো বায়োফার্মা, প্যানাসিয়া বায়োটেক, স্টেলিস বায়োফার্মা এবং ভার্চো বায়োটেক। 

এর আগে গতকাল সোমবার রাশিয়ার তৈরি স্পুটনিক ফাইভ ভ্যাকসিনকে আপৎকালীন ব্যবহারের জন্য অনুমোদনের সুপারিশ করে ভারতের বিশেষজ্ঞ কমিটি।

সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পর এ নিয়ে তৃতীয় কোভিড ভ্যাকসিন ভারতে অনুমোদন পেতে যাচ্ছে।

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত