হোম > বিশ্ব > ভারত

ভারতে প্রশ্নের মুখে বাংলাভাষীদের নাগরিকত্ব

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

বাংলাভাষীদের নাগরিকত্ব নিয়ে ফের বিতর্কের মুখে ভারত। হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে অন্তত ৫২ বাঙালি শ্রমিককে তথাকথিত ‘বাংলাদেশি’ সন্দেহে আটক করে স্থানীয় একটি কমিউনিটি হলে অস্থায়ী বন্দীশিবিরে রাখা হয়েছে। অথচ তাদের মধ্যে বেশির ভাগই ভারতের বৈধ নাগরিক। তাদের কাছে থাকা নথি অনুসারে, তারা পশ্চিমবঙ্গ ও আসামের বাসিন্দা।

সূত্র জানিয়েছে, গুরগাঁও পুলিশ ও অভিবাসন দপ্তরের যৌথ অভিযানে বেছে বেছে বাংলাভাষীদের লক্ষ্যবস্তু করা হয়েছে। পরিচয়পত্র থাকার পরও অনেককেই স্রেফ ‘যাচাইয়ের অজুহাতে’ আটক করে বন্দীশিবিরে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গ ও আসামের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় পশ্চিমবঙ্গজুড়ে নিন্দার ঝড় উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘এটা নাগরিকদের বিরুদ্ধে লিঙ্গুইস্টিক টেররিজম বা ভাষাভিত্তিক সন্ত্রাসবাদ। বাংলা ভাষার বিরুদ্ধে চক্রান্ত। কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে হবে।’ তিনি ২৭ জুলাই থেকে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন।

রাজনৈতিক দলগুলোর পাশাপাশি একাধিক মানবাধিকার সংগঠনও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ এবং হিউম্যান রাইটস ল অ্যান্ড নেটওয়ার্ক এই ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। সংগঠনগুলো বলেছে, এভাবে ভাষার ভিত্তিতে নাগরিকত্ব যাচাই করা ভারতের সংবিধানবিরুদ্ধ।

গুরগাঁওয়ের এক কর্মরত বাংলাভাষী শ্রমিক শরিফুল আলী বলেন, ‘আমি আসামের নাগরিক, আধার আর ভোটার আইডি দেখিয়েও আমাদের সন্দেহ করা হচ্ছে। এটা অসম্মান।’

বিশ্লেষকেরা মনে করছেন, জাতীয় নাগরিকত্ব আইনের ছায়া থেকে বের হতে পারছে না ভারত। গুরগাঁওয়ের ঘটনা আবারও বাংলাভাষীদের মধ্যে নিরাপত্তাহীনতার বার্তা দিল। এই ঘটনা ভারতের অভ্যন্তরেই নয়, আন্তর্জাতিক মহলেও প্রশ্ন তুলছে, বাংলা ভাষায় কথা বললেই কি এখন সন্দেহভাজন?

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে