হোম > বিশ্ব > ভারত

আবাসন ব্যবসা সম্প্রসারণে ভারতে আসছেন ট্রাম্পের ছেলে

যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্য ট্রাম্প অর্গানাইজেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভারত সফরে আসছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের ছেলে চলতি মাসেই ভারত সফর করবেন বলে আশা করা হচ্ছে। মূলত ভারতীয় রিয়েল এস্টেট বাজারে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েই আসছেন তিনি। 

নিউইয়র্ক ভিত্তিক দ্য ট্রাম্প অর্গানাইজেশন মুম্বাই ভিত্তিক ট্রাইবেকা ডেভেলপারদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ভারতীয় রিয়েল এস্টেট বাজারে প্রবেশ করছে। 

মার্কিন সংস্থাটির সঙ্গে ‘ট্রাম্প’ ব্র্যান্ডের অধীনে বিলাসবহুল প্রকল্প নির্মাণ করতে লোধা গ্রুপসহ স্থানীয় ডেভেলপারদের সঙ্গে চুক্তি করেছে ভারতীয় ট্রাইবেকা। এখন পর্যন্ত চারটি বিলাসবহুল প্রকল্প ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পুনেতে এরই মধ্যে একটি সম্পন্ন হয়েছে। 

ট্রাইবেকা ডেভেলপার্স এক বিবৃতিতে বলেছে, ট্রাইবেকা ডেভেলপারসের ১০ তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এ মাসে ভারতে আসবেন বলে আশা করা হচ্ছে। এ সফরের সময় ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং ট্রাইবেকা ডেভেলপারসের প্রতিষ্ঠাতা কল্পেশ মেহতা উভয়েই দেশে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করতে পারেন। 

এ উপলক্ষে কল্পেশ মেহতা এক বিবৃতিতে বলেছেন, ‘ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে ট্রাইবেকার ব্যবসায়িক সম্পর্ক ১০ বছরের। কয়েক বছর ধরে এ সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ছাড়া আমাদের ১০ বছর পূর্তি উদ্‌যাপন সম্পূর্ণ হতো না।’ 

এই সফরে ট্রাম্প সংস্থার সঙ্গে ট্রাইবেকারের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা এবং অন্যান্য উল্লেখযোগ্য অগ্রগতি ঘোষণা করার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন কল্পেশ। 

ভারতে বর্তমানে চারটি ট্রাম্প প্রকল্প রয়েছে। এগুলো হলো—ট্রাম্প টাওয়ার দিল্লি-এনসিআর, ট্রাম্প টাওয়ার কলকাতা, ট্রাম্প টাওয়ার পুনে এবং ট্রাম্প টাওয়ার মুম্বাই। 

ভারতে ট্রাম্প কোম্পানি এরই মধ্যে পঞ্চশীল রিয়েলটির সঙ্গে অংশীদারত্বে পুনেতে একটি বিলাসবহুল প্রকল্প সম্পন্ন করেছে। মুম্বাইতে একটি আবাসন প্রকল্পের জন্য ২০১৪ সালে লোধা গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ট্রাম্প অর্গানাইজেশন। বর্তমানে প্রকল্পটি নির্মাণাধীন। 

 ২০১৭ সালের নভেম্বরে ১৪০টি অতি-বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিশিষ্ট কলকাতায় ট্রাম্প টাওয়ার নির্মাণ করা হয়। ইউনিমার্ক গ্রুপ, আরডিবি গ্রুপ এবং ট্রাইবেকা ডেভেলপার্স এই টাওয়ার নির্মাণ করে। 

 ২০১৮ সালে হরিয়ানার গুড়গাঁওয়ে ট্রাম্প অর্গানাইজেশনের চতুর্থ আবাসন প্রকল্পটি এমথ্রিএম রিয়েল এস্টেট নির্মাণ করে। 

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান