ঢাকা: করোনাভাইরাসের ভারতীয় ধরনকে ‘উদ্বেগজনক ধরন’ বলে বর্ণনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড–১৯ বিষয়ক প্রধান মারিয়া ভান কেরখোভ এ কথা বলেন।
মারিয়া ভান বলেন, ‘ভারতে শনাক্ত হওয়া করোনাভাইরাসের ধরন বি.১.৬১৭ দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার বেশকিছু প্রমাণ মিলেছে। এ কারণে, করোনার এই ধরনকে আমরা বিশ্বব্যাপী উদ্বেগের বলে বিবেচনা করছি।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের অক্টোবরে ভারতে প্রথম করোনার বি.১.৬১৭ ধরন শনাক্ত হয়। করোনার এই ধরনটি অতি সংক্রামক। করোনার নতুন এই ধরনে এখন বিপর্যস্ত গোটা ভারত। দেশটিতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ২৯ লাখ ৯১ হাজার ৯২৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২ লাখ ৫০ হাজার ২৫ জন। এর আগে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের করোনার ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।