হোম > বিশ্ব > ভারত

‘ক্লাসরুমে ছেলে-মেয়ে একসঙ্গে বসা ভারতীয় সংস্কৃতি-বিরুদ্ধ’

ছেলে এবং মেয়ে ক্লাসরুমে একসঙ্গে বসা ‘ভারতীয় সংস্কৃতি-বিরুদ্ধ’ এবং এই চর্চা ‘অরাজকতার জন্ম দেয়’ বলে মন্তব্য করেছেন ভারতের কেরালা রাজ্যের এক হিন্দু ধর্মীয় নেতা।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কেরালার হিন্দু এজাভা সম্প্রদায়ের নেতা ভেল্লাপ্পল্লি নাতেসান গতকাল রোববার এ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন।

ভেল্লাপ্পল্লি নাতেসান বলেন, ‘আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে। আমরা আমেরিকা বা ইংল্যান্ডে বাস করছি না। আমাদের সংস্কৃতি ছেলে-মেয়েদের আলিঙ্গন করা বা একসঙ্গে বসে থাকা মেনে নেয় না। খ্রিস্টান বা মুসলিমদের শিক্ষাপ্রতিষ্ঠানে আপনি এমনটা দেখবেন না।’

নাতেসানের দাবি, অল্পবয়সী ছেলে-মেয়েরা একসঙ্গে বসা বা আলিঙ্গন করা খুব বিপজ্জনক আচরণ। এই কারণেই হিন্দু সংগঠনগুলো পরিচালিত কলেজগুলো ভালো গ্রেড পাচ্ছে না এবং তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ভালো তহবিল পাচ্ছে না।

শ্রী নারায়ণ ধর্ম পরিপালনা যোগাম-এর সাধারণ সম্পাদক নাতেসান। এই সংগঠনটি বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করে। 

গতকাল রোববার কেরালার লিঙ্গ-নিরপেক্ষ স্কুল ইউনিফর্ম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় এসব মন্তব্য করেন নাতেসান।

তিনি বলেন, এ রাজ্যে ক্ষমতাসীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট তাদের লিঙ্গ-নিরপেক্ষ অভিন্ন ইউনিফর্ম নীতি থেকে সরে এসে একটি ভুল বার্তা দিচ্ছে।

গত ২৪ আগস্ট কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, স্কুলে লিঙ্গ-নিরপেক্ষ ইউনিফর্ম চালু করার কোনো ইচ্ছা সরকারের নেই। কিছু মুসলিম সংগঠন বলেছে, লিঙ্গ-নিরপেক্ষ ইউনিফর্ম ধর্মীয় রীতিনীতিতে হস্তক্ষেপ করার একটা ধারাবাহিকতা। সংগঠনগুলো ক্লাসরুমে ছেলে ও মেয়েদের একসঙ্গে বসার বিরুদ্ধেও তাদের মত দিয়েছে।

নাতেসান আরও বলেন, কেরালা সরকার নিজেকে ধর্মনিরপেক্ষ দাবি করলেও ধর্মীয় চাপের কাছে নতি স্বীকার করছে— এটা দুর্ভাগ্যজনক!

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান