হোম > বিশ্ব > ভারত

ভারতে বিষাক্ত মদ্যপানে মৃতের সংখ্যা বেড়ে ৫৫, হাসপাতালে ভর্তি ৮৮

ভারতে বিষাক্ত মদ্যপানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫। দেশটির তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই থেকে ২৫০ কিলোমিটার দূরবর্তী কল্লাকুরিচি জেলায় কয়েক দিন ধরে বিষাক্ত মদ্যপানে আরও কমপক্ষে ৮৮ জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

বিষাক্ত মদ্যপানে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনেকেই করুণাপুরম এলাকার বাসিন্দা। এই মর্মান্তিক ঘটনায় তিন নাবালক শিশু তাদের বাবা-মা দুজনকেই হারিয়েছে। ভাইবোনেরা এখন তাকিয়ে আছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। তাদের দাদি বলেন, ‘আমি জানি না, কীভাবে ওদের দেখাশোনা করব।’

আরেক মা হারিয়েছেন তাঁর ছেলেকে। তিনি বলেন, ‘সে (তার ছেলে) বলছিল, তার প্রচণ্ড পেটব্যথা এবং চোখ খুলতে পারছিল না। আরাক খাওয়ার কথা বলেছিল সে। হাসপাতালও তাকে ভর্তি করতে চাইছিল না। বলছিল, সে মাতাল। রাজ্য সরকারের উচিত, সব মদের দোকান বন্ধ করা।’

আরেক মা বলেন, ‘আমার ছেলের পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। সে চোখে দেখতে পাচ্ছিল না, কানেও শুনছিল না। এটা কারও সঙ্গেই হওয়া উচিত নয়। মদ বিক্রি বন্ধ করুন।’

বিষাক্ত চোলাই মদ আরাক বিক্রির অভিযোগে কে গোবিন্দরাজ ওরফে কান্নুকুট্টি নামে এক ব্যক্তিসহ সন্দেহভাজন চারজন অবৈধ মদ বিক্রেতা এবং আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কান্নুকুট্টির কাছ থেকে ২০০ লিটার অবৈধ ‘প্যাকেট আরাক’ নামের ওই বিষাক্ত মদ জব্দ করা হয়েছে। মাদ্রাজ হাইকোর্ট দায়িত্বরত কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদনের শুনানি করতে চলেছে।

বিষাক্ত মদ খাওয়ার কারণে এই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, ‘তারা ঠিক কী খেয়েছিল, তা আমরা তদন্ত করছি।’

রাজ্য সরকার জেলা পুলিশপ্রধান সময় সিং মীনাকে বরখাস্ত করেছে এবং তাঁর জায়গায় রজত চতুর্বেদীকে নিয়োগ করেছে। কালেক্টর শ্রাবণ কুমার জাটাবথের স্থলাভিষিক্ত হয়েছেন এম এস প্রশান্ত।

নিষেধাজ্ঞা প্রয়োগকারী শাখার একজন উপপুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা, তিন পরিদর্শক এবং কয়েকজন উপপরিদর্শককেও বরখাস্ত করা হয়েছে। রাজ্য সরকারও বিষাক্ত মদ ট্র্যাজেডির তদন্ত সিবি-সিআইডিকে হস্তান্তর করেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এক্সে দেওয়া পোস্টে বলেছেন, তিনি প্রাণহানির ঘটনায় মর্মাহত ও বেদনাহত। তিনি বলেন, ‘অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। যারা এটি প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা শক্ত হাতে এই অপরাধ দমন করব। জনসাধারণ যদি এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ করে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’

মুখ্যমন্ত্রী মাদ্রাজ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি গোকুল দাসের নেতৃত্বে তদন্তের ঘোষণা দিয়েছেন। নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

অবৈধ মদ প্রস্তুতকারী, মিথানল বিক্রেতা এবং মিথানল ধ্বংস করার নির্দেশ আগেই দিয়েছিলেন এম কে স্ট্যালিন।

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ