হোম > বিশ্ব > ভারত

উদ্ধারের অপেক্ষায় টানেলের ভেতরে শ্রমিকেরা যা করেছেন

গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, টানেলের ভেতর থেকে উদ্ধার হওয়া ৪১ শ্রমিকের মধ্যে কেউ হাসপাতালের বিছানা বসে খাচ্ছেন, কেউ মোবাইল টিপছেন, কেউ চা পান করছেন, সেলফি তুলছেন। তাঁরা বেশ ভালো অবস্থায় আছেন বলে মনে হয়েছে। 

ভূমিধসের ফলে ১২ নভেম্বর এই শ্রমিকেরা উত্তরাখান্ডের একটি টানেলের ভেতর আটকে পড়েছিলেন। এ ঘটনার ১৭ দিন পর নানা প্রতিবন্ধকতা পেরিয়ে গতকাল মঙ্গলবার তাঁদের উদ্ধার করেছে। উদ্ধারের পর তাঁদের পরিবারের সদস্যরা উদ্ধারকাজে জড়িত ব্যক্তিদের প্রতি বারবার কৃতজ্ঞতা প্রকাশ করছেন। 

একইভাবে উদ্ধার হওয়া শ্রমিকেরাও কথা বলতে শুরু করেছেন গণমাধ্যমের সঙ্গে। মূলত টানেলের ভেতর আটকে থাকা ১৭ দিনের গল্পই করছেন তাঁরা। 

উদ্ধার হওয়া শ্রমিকদের একজন সত্য দেব। আটকে থাকা দিনগুলোকে তিনি ‘দমবন্ধকর’ হিসেবে বর্ণনা করেছেন টাইমস অব ইন্ডিয়ার কাছে। 

চামারা ওরাওন নামে আরেক শ্রমিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, তিনি টানেলের ভেতর সব সময় অস্থিরতা অনুভব করেছেন আর কখন তাঁকে উদ্ধার করা হবে—সেই চিন্তায় তিনি ডুবে ছিলেন সারাক্ষণ। 

চামারা বলেন, ‘কিন্তু আমি কখনোই আশা হারাইনি।’ 

তিনি জানান, আটকে থাকা ১৭ দিনের মধ্যে মোবাইলে গেম খেলে তাঁর অনেক সময় কেটেছে। একটি পাইপ দিয়ে উদ্ধারকারীদের পাঠানো পোর্টেবল চার্জার দিয়েই তিনি তাঁর মোবাইলটি চার্জ করতেন। 

তিনি বলেন, ‘এই সময়ের মধ্যে আমরা কারও কাছে কোনো কল করতে পারিনি। কারণ, সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না। তাই আমরা নিজেদের মধ্যেই কথা বলতাম, আর একে অপরের বিষয়ে জানতে চাইতাম।’ 

আরেক শ্রমিক জানান, আটকে থাকা অবস্থায় তাঁরা একে অপরকে সব সময় সাহস দেওয়া চেষ্টা করেছেন। কারও মধ্যে যেন দুশ্চিন্তা কিংবা নেতিবাচক চিন্তা না আসে সেই চেষ্টা করেছেন সবাই। আর তাঁদের কাছে পাঠানো খাবার তাঁরা সবাই একসঙ্গে খেতেন। এ ছাড়া তাঁরা টানেলের ভেতর পায়চারিও করতেন, মাঝেমধ্যে ধ্যানেও বসতেন। মূলত শরীরকে সক্ষম অবস্থায় রাখতেই তাঁরা এসব করতেন।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’