হোম > বিশ্ব > ভারত

ভাগ হচ্ছে ভারতের শত বছরের পুরোনো শিল্পগোষ্ঠী গোদরেজ 

দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে ভারতের ১২৭ বছরের পুরোনো শিল্পগোষ্ঠী গোদরেজ। সাবান থেকে শুরু করে ঘর-সংসারের যাবতীয় পণ্য হয়ে রিয়েল এস্টেট ব্যবসার সব শাখায়ই পদচারণা আছে এই গোষ্ঠীর। সম্প্রতি প্রতিষ্ঠানটি দুই ভাগে বিভক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গোদরেজের একাংশ যাবে আদি গোদরেজ ও তাঁর ভাই নাদির গোদরেজের কাছে। অপর অংশের মালিকানা চলে যাবে আদি ও নাদিরের চাচাতো ভাইবোন জামশেদ ও স্মিতা গোদরেজের কাছে। 

গোদরেজ শিল্পগোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, আদি ও নাদির গোদরেজের নিয়ন্ত্রণে থাকবে গোদরেজ ইন্ডাস্ট্রিজ, যার আওতায় পাঁচটি শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি আছে। বিপরীতে জামশেদ ও স্মিতা পাচ্ছেন গোদরেজ অ্যান্ড বয়েস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিসহ একটি রিয়েল এস্টেট বিনিয়োগ ব্যাংক। এ ছাড়া মহারাষ্ট্রের মুম্বাইয়ে বেশ কিছু স্থাবর ভূসম্পত্তিও যাচ্ছে জামশেদ ও স্মিতার নিয়ন্ত্রণে। 

গোদরেজ এন্টারপ্রাইজেস গ্রুপ ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলোর—যা মহাকাশ, বিমান থেকে শুরু করে প্রতিরক্ষা, আসবাবপত্র এবং আইটি সফটওয়্যার খাত পর্যন্ত বিস্তৃত—চেয়ারপারসন ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে থাকবেন জামশেদ গোদরেজ। তাঁর বোন স্মিতার মেয়ে নিরিকা হোলকার দায়িত্ব পালন করবেন নির্বাহী পরিচালক হিসেবে। এ ছাড়া, এ দুই ভাইবোন একটি ব্যাংকসহ মুম্বাইয়ে ৩ হাজার ৪০০ একর জমিরও মালিক হবেন। 

এদিকে গোদরেজ শিল্পগোষ্ঠীর—যার মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত গোদরেজ ইন্ডাস্ট্রিজ, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, গোদরেজ প্রোপার্টিজ, গোদরেজ অ্যাগ্রোভেট ও অ্যাসটেক লাইফ সায়েন্স—চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন নাদির গোদরেজ। তবে এই গোষ্ঠীর সিদ্ধান্ত গৃহীত হবে আদি ও নাদিরের পরিবারের সদস্যদের সম্মতিতে। 

গোদরেজের বিবৃতিতে বলা হয়েছে, আদির ছেলে পিরোজশা গোদরেজ গোদরেজ শিল্পগোষ্ঠীর নির্বাহী ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ২০২৬ সালের আগস্টে চেয়ারপারসন হিসেবে নাদিরের স্থলাভিষিক্ত হবেন। গোদরেজ পরিবার এই বিভক্তিকে গোদরেজের শেয়ার হোল্ডিংয়ের ‘মালিকানা পুনর্বিন্যাস’ হিসেবে আখ্যা দিয়েছে।

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান