হোম > বিশ্ব > ভারত

সহিংসতা থেকে বাঁচতে মণিপুর ছেড়েছে ২৩ হাজার মানুষ: সেনাবাহিনী

উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্য থেকে অন্তত ২৩ হাজার মানুষ সরে গেছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তারা বলেছে, চলমান জাতিগত সহিংসতা থেকে বাঁচতে তারা নিজ এলাকা ছেড়ে গেছে। গত বুধবার থেকে শুরু হওয়া এ সংঘাতে এখন পর্যন্ত ৫৪ জন মারা গেছেন। 

বার্তা সংস্থা এএফপিরে প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মণিপুরে স্থানীয় কুকি আদিবাসীদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সংঘাত শুরু হয়। এ ছাড়া সেখানে সহিংসতাকারীদের ‘দেখামাত্র গুলি’ করার আদেশ জারি করা হয়েছে। 

সেনাবাহিনী আরও বলেছে, আজ রোববার মণিপুরে কোনো সহিংসতা হয়নি। মণিপুরের চাঁদপুর জেলা থেকে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত কারফিউ তুলে নেওয়া হয়েছিল। তবে সেনাবাহিনী ও বিমানবাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। 

এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, ‘এখন পর্যন্ত ২৩ হাজার বেসামরিক মানুষকে মণিপুর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’ 

তবে সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা জানায়নি। মণিপুরের ইম্ফল ও চুরাচাঁদপুরের হাসপাতালের মর্গের তথ্যমতে, ৫৪ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। 
 

সম্প্রতি মণিপুরের মেইতেই সম্প্রদায়কে ‘তফসিলি উপজাতি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। এ তীব্র অসন্তোষ দেখা দেয় আদিবাসী এ সম্প্রদায়ের মধ্যে। ভারতীয় আইন বৈষম্য কমাতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে সরকারি চাকরি এবং কলেজে ভর্তির জন্য এই পদবি সংরক্ষিত কোটার অধীন উপজাতিদের দেয়। 

মণিপুর ভারতের প্রত্যন্ত উত্তর-পূর্বের একটি অঞ্চল। এই অঞ্চলে কয়েক দশক ধরে জাতিগত ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ লেগে আছে। 

উত্তর-পূর্বে কয়েক ডজন উপজাতি গোষ্ঠী ও ছোট গেরিলা বাহিনী রয়েছে। এদের দাবি বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত। 

 ১৯৫০-এর দশকের গোড়ার দিকে মণিপুরে প্রথম বিদ্রোহ শুরু হয়। এর পর থেকে এ পর্যন্ত বিভিন্ন সংঘাতে অন্তত ৫০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। তবে অনেক গোষ্ঠী দিল্লির সঙ্গে ক্ষমতার জন্য নানা চুক্তিতে আসার গত কয়েক বছরে এসব বিরোধ কমেছে।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে