হোম > বিশ্ব > ভারত

জম্মু-কাশ্মীরের আইইডি বিস্ফোরণ, ২ ভারতীয় সেনা নিহত

বিস্ফোরণের পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। ছবি: পিটিআই

ভারতের জম্মু ও কাশ্মীরের সন্দেহভাজন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে দুই সেনাসদস্য নিহত এবং একজন আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা গেছে, আজ মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে এই বিস্ফোরণ ঘটে।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে সেনাসদস্যরা যখন নিয়মিত টহল দিচ্ছিলেন, তখন এই বিস্ফোরণ ঘটে। এরপর তিন সেনাসদস্যই গুরুতর আহত হন। তাঁদেরকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই সেনাসদস্য মারা যান।

পরে আহত সেনাসদস্যকে এয়ারলিফটে করে সেনা হাসপাতালে নেওয়া হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, তিনি এখন আশঙ্কামুক্ত।

ভারতীয় সেনাবাহিনীর জম্মু ও কাশ্মীরভিত্তিক ‘হোয়াইট নাইট কর্পস ইউনিট’ এক বিবৃতিতে এ ঘটনা নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আখনুর সেক্টরের লালিয়ালিতে একটি সন্দেহভাজন আইইডি বিস্ফোরণ ঘটে। ফলে দুজন সেনাসদস্য নিহত হয়েছেন। আমাদের সেনারা এলাকাটি নিয়ন্ত্রণে নিয়েছে এবং অনুসন্ধান অভিযান চলছে। হোয়াইট নাইট কর্পস এই দুই বীর সেনার আত্মত্যাগকে স্যালুট জানায় এবং তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।’

বিস্ফোরণের পর এলওসি বরাবর ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করতে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। সেনা সূত্রে জানানো হয়েছে, আহত সেনাসদস্যকে এয়ারলিফটে করে সেনা হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি এখন ভালো আছেন।

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা