হোম > বিশ্ব > ভারত

জম্মু-কাশ্মীরের আইইডি বিস্ফোরণ, ২ ভারতীয় সেনা নিহত

বিস্ফোরণের পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। ছবি: পিটিআই

ভারতের জম্মু ও কাশ্মীরের সন্দেহভাজন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে দুই সেনাসদস্য নিহত এবং একজন আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা গেছে, আজ মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে এই বিস্ফোরণ ঘটে।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে সেনাসদস্যরা যখন নিয়মিত টহল দিচ্ছিলেন, তখন এই বিস্ফোরণ ঘটে। এরপর তিন সেনাসদস্যই গুরুতর আহত হন। তাঁদেরকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই সেনাসদস্য মারা যান।

পরে আহত সেনাসদস্যকে এয়ারলিফটে করে সেনা হাসপাতালে নেওয়া হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, তিনি এখন আশঙ্কামুক্ত।

ভারতীয় সেনাবাহিনীর জম্মু ও কাশ্মীরভিত্তিক ‘হোয়াইট নাইট কর্পস ইউনিট’ এক বিবৃতিতে এ ঘটনা নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আখনুর সেক্টরের লালিয়ালিতে একটি সন্দেহভাজন আইইডি বিস্ফোরণ ঘটে। ফলে দুজন সেনাসদস্য নিহত হয়েছেন। আমাদের সেনারা এলাকাটি নিয়ন্ত্রণে নিয়েছে এবং অনুসন্ধান অভিযান চলছে। হোয়াইট নাইট কর্পস এই দুই বীর সেনার আত্মত্যাগকে স্যালুট জানায় এবং তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।’

বিস্ফোরণের পর এলওসি বরাবর ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করতে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। সেনা সূত্রে জানানো হয়েছে, আহত সেনাসদস্যকে এয়ারলিফটে করে সেনা হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি এখন ভালো আছেন।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে