হোম > বিশ্ব > ভারত

গোবর থেরাপির ব্যাপারে সতর্ক করছেন ভারতের চিকিৎসকরা

ঢাকা: কোভিড চিকিৎসায় গরুর গোবর ব্যবহারের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। উল্টো এতে অন্য রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে। ভারতীয় চিকিৎসকেরা এ বিষয়ে সতর্ক করে বলেছেন, করোনা থেকে বাঁচতে অনেকেই স্রেফ বিশ্বাস থেকে গরুর গোবর শরীরে মাখছেন। কিন্তু এর কোনো কার্যকারিতা নেই।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. জেএ জয়লাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গোমূত্র বা গোবর কোভিড-১৯-এর বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে এর সপক্ষে বিজ্ঞানভিত্তিক প্রমাণ নেই। এর পুরোটাই বিশ্বাসের ওপর নির্ভরশীল। এসবে বরং স্বাস্থ্যঝুঁকি রয়েছে। প্রাণি থেকে মানবদেহে অন্যান্য রোগবালাই ছড়াতে পারে।

আহমেদাবাদের একটি গোশালার দায়িত্বরত কর্মকর্তা মধুচরণ দাস রয়টার্সকে জানান, দল বেঁধে গোমূত্র ও গোবর শরীরে মাখার আয়োজন করা হয়। এর ফলে করোনাভাইরাস ছড়াতে পারে। এ কারণে তাঁরা এই কার্যক্রমে অংশগ্রহণকারীর সংখ্যা কমিয়েছেন।

প্রসঙ্গত, পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের কিছু এলাকার মানুষ সপ্তাহে একদিন গোমূত্র বা গোবর শরীরে মেখে থাকেন। তাঁদের বিশ্বাস গোমূত্র বা গোবর শরীরে মাখলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং এটি করোনাভাইরাস থেকে রক্ষায় ভূমিকা রাখে। হিন্দু ধর্মাবলম্বীরা গরুকে পবিত্রতার চিহ্ন হিসেবে মনে করে থাকেন।

উল্লেখ্য, ভারতে করোনায় এ পর্যন্ত ২ কোটি ২৯ লাখ ৯২ হাজার ৫১৭ জন শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন ২ লাখ ৪৯ হাজার ৯৯২ জন। হাসপাতালগুলোতে শয্যা, অক্সিজেন ও ওষুধ সংকট দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, ভারতের সংক্রমণের প্রকৃত পরিসংখ্যান সরকারি সংখ্যার চেয়ে পাঁচ থেকে ১০ গুণ হতে পারে।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে