হোম > বিশ্ব > ভারত

মমতার রাজ্যে ভোট পরবর্তী সহিংসতা তদন্তের নির্দেশ হাইকোর্টের

কলকাতা প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের বিধানসভা নির্বাচনের পরবর্তীতে সহিংসতার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট। জাতীয় মানবাধিকার কমিশন আগেই তদন্তের নির্দেশ দিয়েছিল। ফলে চিন্তায় তৃণমূল।

পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার পর ব্যাপক রাজনৈতিক সহিংসতার অভিযোগ তোলে বিজেপি। সেই অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসেছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরাও। 

বিজেপির প্রায় হাজার দুয়েক অভিযোগ প্রাথমিকভাবে সত্যি বলেছিল কমিশন। এরমধ্যে ৭২টি ধর্ষণ ও ৫২টি খুনের অভিযোগ ছিল। হাইকোর্ট আজ বৃহস্পতিবার বলেন, ১২৪টি জঘণ্য অপরাধের তদন্ত করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)।

বাকি অভিযোগ গুলির তদন্তে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়। সিটের সদস্যরা হলেন সুমন বালাসাহু, সৌমেন মিত্র এবং রণবীর কুমার। তাঁদের ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

সিবিআই তদন্ত হবে হাইকোর্টেরই নজরদারিতে। এমনটাই জানিয়েছেন ৫ সদস্যের ডিভিশন বেঞ্চ। ৪ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। মনে করা হচ্ছে, মানবাধিকার কমিশনের সুপারিশকেই গুরুত্ব দিচ্ছেন আদালত।

হাইকোর্টের এদিনের নির্দেশে খুশি বিজেপি। দলের নেত্রী ডা. অর্চনা মজুমদার আজকের পত্রিকা-কে বলেন, 'আদালতের প্রতি আমাদের আস্থা রয়েছে। আশা করি তৃণমূল তাঁদের পাপের সাজা পাবে।'

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'হাইকোর্টের রায় নিয়ে প্রকাশ্য বিরোধিতা করা যায় না। ওরা নির্দেশ দিয়েছেন। আমরা মনে করি জাতীয় মানবাধিকার কমিশনের  রিপোর্ট সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত'। 

এদিকে,  নিহত বিজেপিকর্মীদের সম্মান জানাতে বিজেপি আজ শহীদ সম্মান যাত্রা-র আয়োজন করে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কোভিড প্রোটোকল ভাঙায় পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁর সমর্থকরা।  

অন্যদিকে, পরকীয়ার অভিযোগে বিতর্কে জড়াল বিজেপি বিধায়িকা চন্দনা বাউড়ি।   এ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

তবে চন্দনা অভিযোগ অস্বীকার করেছেন। স্ত্রীর পরকীয়ার কথা মানতে নারাজ চন্দনার স্বামী শ্রবণও। শ্রবণ জানান, মনসা পুজোর দিন মদ বেশি খাওয়াতেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এখন কোনও সমস্যা নেই।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’