হোম > বিশ্ব > ভারত

ভারত থেকে ৩৭ জনকে দেশে পাঠানো হয়েছে

কলকাতা প্রতিনিধি

ভারতে পাচার হওয়া ৩৭ জন বাংলাদেশিকে সোমবার পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাস তাঁদের ফেরাতে মুখ্য ভূমিকা পালন করে।

দূতাবাস সূত্রে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু পাচার রোধ বিষয়ক টাস্ক ফোর্সের সহযোগিতার কথা উল্লেখ করা হয়। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমেই এদিন ৩৭ জনের দেশে ফেরা সম্ভব হয়।

এই ৩৭ জনের মধ্যে ৩৩ জনেরই বয়স ১৮ বছরের কম। চারজন পূর্ণ বয়স্ক নারীও রয়েছেন। তাঁরা পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফ হোমে ছিলেন বলে জানা গেছে।  

কলকাতা উপ-দূতাবাস সূত্রে খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফ হোমে অন্তত দেড় শ বাংলাদেশি বন্দী রয়েছেন। উপ-দূতাবাস তাঁদের মুক্তির বিষয়টি দেখছেন। সেফ হোম পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তাঁরা। 

আটক বাকি বাংলাদেশিদেরও দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন উপ-রাষ্ট্রদূত তৌফিক হাসান। তিনি আরও জানান, এটি একটি চলমান প্রক্রিয়া।

জানা গিয়েছে, পাচার হয়ে বা ভুল করে ভারতে এসে তাঁরা বন্দী হয়ে পড়েছিলেন। ভারতে বিচারিক প্রক্রিয়ার শেষে বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে এদের প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়।

আজ তারা ফেরার সময় বাংলাদেশে উপ-হাইকমিশন কলকাতার প্রথম সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রধান শামীমা ইয়াসমিন স্মৃতি, মোহা. সানিউল কাদের প্রমুখ স্থলবন্দরে উপস্থিত ছিলেন।

সীমান্তের দুই পারের পুলিশ ও প্রশাসনিক কর্তাদের পাশাপাশি বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে ৩৭ জনকে পাঠানো হয়। তাদের বাংলাদেশ প্রবেশের আগে শারীরিক পরীক্ষাও করানো হয়। 

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’