হোম > বিশ্ব > ভারত

ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, দাবি ইউক্রেনের

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এক্স

ইউক্রেনে অবস্থিত ‘কুসুম ফার্মাসিউটিক্যালস’ নামে একটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে কিছু ভিডিও ও ছবি শেয়ার করে এমন অভিযোগ করে ভারতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস। ইউক্রেনীয় দূতাবাসের অভিযোগ, রাশিয়া ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ ভারতীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

দূতাবাস এক বিবৃতিতে বলেছে, আজ একটি রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি ‘কুসুম ফার্মাসিউটিক্যালস’-এর গুদামে আঘাত হেনেছে। ভারতের সঙ্গে ‘বিশেষ বন্ধুত্ব’ রয়েছে, মস্কো এমন দাবি করলেও ইচ্ছাকৃতভাবে তারা ভারতীয় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। যার ফলে শিশু ও বয়স্কদের জন্য প্রয়োজনীয় ওষুধ ধ্বংস হয়ে গেছে।

অন্যদিকে ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিসও এ অভিযোগ করেছেন। তিনি জানান, রুশ হামলায় একটি বড় ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস হয়েছে। তবে তিনি বলেছেন, এই হামলা মিসাইল নয়, রাশিয়ান ড্রোন দ্বারা পরিচালিত হয়েছে।

এক্সের এক পোস্টে মার্টিন হ্যারিস বলেছেন, ‘আজ সকালে রুশ ড্রোন কিয়েভের একটি প্রধান ওষুধ কোম্পানির গুদাম সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এখানে থাকা বয়স্ক ও শিশুদের প্রয়োজনীয় ওষুধের মজুত পুড়ে ছাই হয়ে গেছে। ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।’

মার্টিন হ্যারিস একটি ছবিও পোস্ট করেছেন, যেখানে গুদাম বলে মনে হওয়া কাঠামো থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে এবং পাশে একটি অগ্নিনির্বাপক গাড়িও দেখা গেছে।

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস