হোম > বিশ্ব > ভারত

দীর্ঘ অপেক্ষার পর মদের বোতল হাতে পেয়েই পূজা করতে শুরু করলেন তিনি

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় বিভিন্ন রাজ্যে শিথিল করা হয়েছে লকডাউন। খুলে দেওযা হয়েছে মদের দোকানও। সেই সব দোকানে দেখা গেছে গ্রাহকদের লম্বা লাইন। ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ের এমনই এক মদের দোকানে স্থানীয় এক বাসিন্দা অবাক কাণ্ড ঘটিয়েছেন।

ভারতে সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি মদের বোতলকে পূজা করছেন!

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, স্বল্প সময়ের জন্য ২৭টি জেলায় মদের দোকান খোলার অনুমতি দিয়েছে তামিলনাড়ু সরকার। গতবারের মতো এবারও দেখা গেছে ওই সব দোকানে লম্বা লাইন। ‘তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন’-এর মদের দোকানের সামনেও লাইন পড়েছিল। আর সেখানেই হাজির ছিলেন ওই ব্যক্তি।

জানা গেছে, মদের বোতল হাতে পাওয়ার আগে সিঁড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন তিনি। কাউন্টারে গিয়ে বোতল কেনার পরই এনে প্রদীপের সামনে পূজা করতে শুরু করেন। তাঁর দেখাদেখি আরও একজন এসে নিজের বোতলটিও সেখানে রেখে ভক্তিভরে প্রণাম করতে থাকেন। পরে বোতল হাতে হাসিমুখে পোজও দেন।

উল্লেখ্য, প্রাচীন গ্রিসে মদের দেবতা ছিলেন বাক্কাস। এই ব্যক্তি ঠিক কাকে আরাধনা করলেন তা অবশ্য জানা যায়নি।

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী

সুপ্রিম কোর্টের চাপে সেই সোনালী ও তাঁর ছেলেকে ফেরত নিচ্ছে বিজেপি সরকার