হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গের মন্ত্রী সুব্রত মুখার্জি আর নেই

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জি (৭৫) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টা ৫২ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। কলকাতার সাবেক মেয়র সুব্রত মুখার্জির মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। এর আগে গত ২৫ অক্টোবর অসুস্থ বোধ করলে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। 

সুব্রত মুখার্জির রাজনৈতিক উত্থান ষাটের দশকে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী, প্রয়াত সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলে মাত্র ২৬ বছর বয়সে রাজ্যের মন্ত্রী হন তিনি। বাংলাদেশ স্বাধীনতার পর বঙ্গবন্ধুর প্রথম কলকাতা সফরে তাঁর কাঁধে ছিল গুরুদায়িত্ব। তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য। 

দীর্ঘ বাম শাসনে কংগ্রেসের রাজনীতি মূলত প্রিয়রঞ্জন দাশমুন্সি, সৌমেন মিত্র এবং সুব্রত মুখার্জির কাঁধে ভর করে চলছিল। প্রিয়রঞ্জন ও সৌমেন আগেই মারা গেছেন। বৃহস্পতিবার সুব্রতও চলে গেলেন না ফেরার দেশে। 

বাম আমলেই ২০০০ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন সুব্রত। ২০০১ সালে নির্বাচিত হয়েছিলেন কলকাতার মেয়র। টানা পাঁচ বছর মেয়র থাকাকালীন সুব্রত পরিচয় দেন তাঁর প্রশাসনিক দক্ষতার। 

কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে গোলমালের জেরে তৃণমূল ছাড়েন সুব্রত। অথচ কংগ্রেস রাজনীতিতে মমতার উত্থান সুব্রতরই হাত ধরে। পরে অবশ্য ২০১০ সালে তৃণমূলে ফেরেন সুব্রত। ২০১১ থেকে টানা মন্ত্রী সুব্রত। গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। 

সুব্রতর মৃত্যুতে মমতা বলেছেন, ভাবতেও পারিনি এত আলোর মধ্যেও এভাবে নেমে আসবে অন্ধকার। শোক নেমে এসেছে রাজ্য রাজনীতিতে। কারণ বিরুদ্ধ রাজনৈতিক মতবাদে বিশ্বাসীদের কাছেও তিনি ছিলেন শ্রদ্ধার পাত্র। ৫০ বছর ধরে একডালিয়া এভারগ্রিন ক্লাবের বিখ্যাত দুর্গাপূজার সঙ্গে যুক্ত ছিলেন সুব্রত মুখার্জি। এবারও তাঁকে একই ভূমিকায় দেখা গিয়েছে। পূজার পরই তাঁর অসুস্থতা বাড়ে। 

মে মাসে চতুর্থবারের মতো মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে তাঁকে নারদা ঘুষ মামলায় গ্রেপ্তার করেছিল ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সময়েও অসুস্থ হয়েছিলেন তিনি। পরে জামিনে ছাড়া পেয়ে পুরোদমে রাজনীতিতে ফিরেছিলেন। কিন্তু কালীপূজার রাতে নিভে গেল রাজ্য রাজনীতির বর্ণময় চরিত্রটির জীবনদীপ।  

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান