জাতীয় প্রতিযোগিতা চলাকালে এক কুস্তিগিরকে চড় মেরেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এমপি ব্রজভূষণ শরণ সিং। এরই মধ্যে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঝাড়খন্ডে রাঁচিতে অনুষ্ঠিত জাতীয় কুস্তি প্রতিযোগিতা চলাকালে এক কুস্তিগির মঞ্চ থেকে নামার আগে তাঁকে দুটি চড় মেরেছেন ব্রজভূষণ শরণ সিং।
ব্রজভূষণ শরণ সিং ভারতের উত্তর প্রদেশের এমপি। তিনি ভারতের রেসলিং ফেডারেশনের চেয়ারম্যানও। ভারতের জাতীয় অনূর্ধ্ব-১৫ কুস্তি চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এনডিটিভি বলছে, অতিরিক্ত বয়সের কারণে কুস্তিগিরকে প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি। ওই কুস্তিগির প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ব্রজভূষণ শরণ সিংয়ের কাছে বারবার অনুরোধ করছিলেন। এতে মেজাজ হারিয়ে তাঁর গালে চড় মারেন ব্রজভূষণ।