হোম > বিশ্ব > ভারত

খবরে সাম্প্রদায়িক সুর, সমালোচনায় ভারতীয় সুপ্রিম কোর্ট

প্রতিনিধি, কলকাতা

কয়েকটি গণমাধ্যমের সাম্প্রদায়িক স্বরে দেশের বদনাম হচ্ছে। এমনটাই মনে করেন ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামনা। করোনা মহামারির প্রথম দিকে তাবলিগ জামাতকে করোনা সংক্রমণের জন্য দোষী সাব্যস্ত করে বিশেষ একটি সম্প্রদায়কে বিদ্ধ করারও সমালোচনা করেন তিনি। 

দিল্লির মার্কজ নিজামুদ্দিন গত বছর অনুষ্ঠিত তাবলিগ জামাতের চিল্লা নিয়ে এক মামলায় ভারতের সর্বোচ্চ আদালত ইউটিউব, ফেসবুক ও টুইটারের দায়বদ্ধতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন। সাম্প্রদায়িক খবর প্রকাশ বা সম্প্রচার বিষয়ে সরকারি নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। 

ভারতে করোনার প্রথম ঢেউ আছড়ে পড়ার পেছনে অনেকেই মুসলিমদের দায়ী করেছিলেন। বিশেষ করে, দিল্লিতে তাবলিগ জামাতের পর ভারতীয় একাধিক গণমাধ্যমে মুসলিমদের বিরুদ্ধে ফলাও করে মিডিয়া ট্রায়াল শুরু হয়। সেই প্রসঙ্গেই একটি মামলায় সর্বোচ্চ আদালত বলেন, কিছু মিডিয়ার সাম্প্রদায়িক সুর দেশের বদনাম করেছে। প্রধান বিচারপতি বলেন, 'কিছু মিডিয়া সবকিছুতেই সাম্প্রদায়িক দৃষ্টিতে দেখে। ফলে বদনাম হয় দেশের।' 

ভারতের সলিসিটার জেনারেল তুষার মেহতা আদালতকে বলেন, শুধু সাম্প্রদায়িকই নয়, ভুয়া বা অতিরঞ্জিত খবরও প্রকাশ করছে। এটা দেশের পক্ষে ক্ষতিকর। ওয়েব পোর্টালগুলির বিরুদ্ধেও কঠোর মন্তব্য করেন সুপ্রিম কোর্ট। তাঁদের মতে, পোর্টালগুলি শুধু বাহুবলিদের কথাই শোনে। ইচ্ছামতো বিচারপতি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে লাগাতর লিখে চলেছে। সাধারণ মানুষকে নিয়েও তারা ভাবে না। 

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান