হোম > বিশ্ব > ভারত

উত্তরাখন্ডে তুষারপাতে ১০ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ১১

ভারতের উত্তরাখন্ডে ভয়াবহ তুষারপাতে অন্তত ১০ জন প্রশিক্ষণার্থী পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত ৮ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন আরও এগারো জন। তাঁরা সবাই উত্তর কাশীর নেহরু মাউন্টেইনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

উত্তরাখন্ডের পুলিশ প্রধান অশোক কুমার জানিয়েছেন, ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টার ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানিয়েছেন, স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল ৯টায় ভূমি থেকে প্রায় ১৬ হাজার ফুট উচ্চতায় এই তুষারপাতের ঘটনা ঘটে।

উদ্ধার তৎপরতায় নিয়োজিত এক কর্মকর্তা জানিয়েছেন, আহত প্রশিক্ষণার্থীদের উদ্ধার করে প্রাথমিক অবস্থায় ১৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত স্থানীয় একটি হেলিপ্যাডে আনা হয় এবং পরে সেখান থেকে তাঁকে দেরাদুনের একটি হাসপাতালে নেওয়া হয়।

উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কার্যালয় থেকে জানানো হয়েছে—জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ইন্দো–টিবেটান বর্ডার পুলিশ উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। মুখ্যমন্ত্রীর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘দ্রৌপদীর ডান্ডা-২ পর্বতশৃঙ্গে তুষারধসে আটকে পড়া প্রশিক্ষণার্থীদের উদ্ধার করতে জেলা প্রশাসন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ইন্দো–টিবেটান বর্ডার পুলিশ উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। সেখানে দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।’

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান