হোম > বিশ্ব > ভারত

স্নাতক পাস ভারতীয় তরুণী রাস্তায় বিক্রি করছেন পানিপুরি

একুশ বছর বয়সী এক তরুণী মোটরবাইক চালাচ্ছেন। তাঁর বাইকের পেছনে একটি খাবারের স্টল। তিনি রাস্তায় ঘুরে ঘুরে পানিপুরি বিক্রি করছেন। মানুষ তাঁর নাম দিয়েছে ‘পানিপুরিওয়ালী’। ভারতের দিল্লির তিলকনগরে ইদানীং এ দৃশ্য দেখা যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘পানিপুরিওয়ালী’ নামে পরিচিতি পাওয়া ওই তরুণীর নাম তাপসী উপাধ্যায়। তিনি প্রযুক্তি বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা তাঁর একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

‘আর ইউ হাংরি ০০৭’ নামের ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা ওই ভিডিওতে দেখা গেছে, তাপসী উপাধ্যায় তাঁর মোটরবাইক নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন এবং বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে পানিপুরি বিক্রি করছেন।

ভিডিওটি ইতিমধ্যে ৫০ লাখেরও বেশিবার দেখেছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। অনেকেই প্রশংসাসূচক মন্তব্য করেছেন সেখানে। এক ব্যক্তি লিখেছেন, ‘সুপারগার্ল! চালিয়ে যাও। আশীর্বাদ করি।’ আরেক ব্যক্তি লিখেছেন, ‘আত্মবিশ্বাসী মেয়ে। সৃষ্টিকর্তা তোমাকে আরও সফলতা দিন।’ তৃতীয় এক ব্যক্তি লিখেছেন, ‘দারুণ কাজ। বোন, তোমাকে কুর্নিশ।’

তাপসী বলেন, তাঁকে অনেক সংগ্রাম করতে হয়েছে। চাকরি না করে উদ্যোক্তা হওয়াকে অনেকেই সহজভাবে নেননি। তিনি বলেন, অনেকেই আমাকে প্রশ্ন করেছে, ‘কেন স্নাতক পাস করে পানিপুরি বিক্রি করছি। অনেকেই আমাকে বলেছেন, বাড়ি ফিরে যাও। রাস্তায় পানিপুরি বিক্রি করা কোনো মেয়ের জন্য নিরাপদ নয়।’

রাস্তায় স্বাস্থ্যকর পানিপুরি বিক্রি করাই তাঁর উদ্দেশ্য বলে জানান তাপসী উপাধ্যায়। তিনি বলেন, ‘রাস্তায় সাধারণত স্বাস্থ্যকর পানিপুরি পাওয়া যায় না। আমি স্বাস্থ্যকর উপায়ে ‘এয়ার ফ্রাইড’ পানিপুরি তৈরি করি।’ পানিপুরি বিক্রির পাশাপাশি রাস্তায় পাওয়া যায় এমন আরও খাবার তিনি স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে বিক্রি করতে চান বলে জানিয়েছেন তাপসী উপাধ্যায়।

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার