হোম > বিশ্ব > ভারত

ট্রাম্পকে বাংলাদেশ নিয়ে ‘উদ্বেগের’ কথা জানিয়েছেন মোদি: ভারতের পররাষ্ট্রসচিব

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। ফাইল ছবি

ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশ নিয়ে ‘উদ্বেগের’ বিষয়গুলো তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। যদিও বৈঠক-পরবর্তী ব্রিফিং বা অনলাইন বিবৃতির কোথাও দুই নেতার আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গের উল্লেখ নেই। আর ব্রিফিংয়ের সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবেও বাংলাদেশ প্রসঙ্গে এড়িয়ে গেছেন মোদি।

গতকাল শুক্রবার ওয়াশিংটনে এক ব্রিফিংয়ের বিক্রম মিশ্রি বলেন, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বাংলাদেশ নিয়ে একটি আলোচনার বিষয় ছিল, যেখানে মোদি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে তাঁর ‘উদ্বেগের’ কথা জানিয়েছেন।

মিশ্রি বলেন, ‘শুধু আপনাদের জানানোর জন্য বলছি—এ বিষয় (বাংলাদেশ) নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।’

আলোচনার বিষয়বস্তুর ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে “তাঁর মতামত, প্রকৃতপক্ষে তাঁর উদ্বেগ” শেয়ার এবং ভারত কীভাবে এই পরিস্থিতিকে দেখছে তাও জানিয়েছেন। ভারত আশা প্রকাশ করেছে যে, বাংলাদেশের পরিস্থিতি এমন একটি দিকে এগিয়ে যাবে, যেখানে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও স্থিতিশীল উপায়ে সম্পর্ক চালিয়ে নেওয়া যেতে পারে।’

মিশ্রি যোগ করেন, ‘কিন্তু সেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে এবং প্রধানমন্ত্রী মোদি সেই মতামতগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শেয়ার করেছেন।’

এদিকে, গত বৃহস্পতিবার দুই নেতার বৈঠকের পর হোয়াইট হাউসের ওভাল অফিসে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেটের’ কোনো ভূমিকা ছিল না।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা নিয়ে এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমাদের ডিপ স্টেটের এখানে (বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে) কোনো ভূমিকা ছিল না। প্রধানমন্ত্রী বিষয়টা নিয়ে বহুদিন ধরে কাজ করছেন। এটা নিয়ে (ভারত) শত শত বছর ধরে কাজ করছে। বস্তুত আমি এ রকমই পড়েছি।’

‘কাজেই বাংলাদেশের বিষয়টি আমি প্রধানমন্ত্রীর ওপরই ছেড়ে দেব,’ এই বলে প্রেসিডেন্ট ট্রাম্প পাশে বসা ভারতীয় প্রধানমন্ত্রীর দিকে ইঙ্গিত করেন। যদিও প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ প্রসঙ্গে এড়িয়ে ইউক্রেন সংকট নিয়ে কথা বলা শুরু করেন।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি