হোম > বিশ্ব > ভারত

কোহলিদের জয়ের উৎসবে বিষাদের ছায়া, পদদলিত হয়ে নিহত ১১

আজকের পত্রিকা ডেস্ক­

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। ছবি: পিটিআই

আইপিএলে ১৮ বছর পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রথম শিরোপা জয়ের উৎসবে মেতেছিল পুরো বেঙ্গালুরু। কিন্তু সেই উন্মাদনা রূপ নিয়েছে প্রাণঘাতী দুর্ঘটনায়। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা (কেএসসিএ) আরসিবি দলের সংবর্ধনার আয়োজন করে। দলটি বিমানবন্দর থেকে বিধানসৌধে (বিধানসভা) পৌঁছানোর পর স্টেডিয়ামে যাওয়ার কথা ছিল, সেখানে একত্রিত হন হাজার হাজার মানুষ।

চোখে পড়ার মতো ভিড় ছিল স্টেডিয়ামের বাইরেও। আবার বেঙ্গালুরু মেট্রোর বিভিন্ন স্টেশন থেকেও দেখা যায়, গাদাগাদি করে লোকজন নামছেন। অনেকে গাছের ডালেও উঠে পড়েন শুধু একঝলক তারকাদের দেখার আশায়।

আরসিবির প্রথম শিরোপা জয়ের উৎসবে প্রায় দুই লাখ মানুষের সমাগম হয়। ছবি: পিটিআই

এত বিপুলসংখ্যক মানুষের ভিড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ সূত্রে জানানো হয়, গতকাল মঙ্গলবার রাত থেকেই তারা জনতাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিল। কিন্তু আজকের অনুষ্ঠানে ভিড় এতটাই বেড়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ঘটনার পর আহত ও অচেতন অনেককে পুলিশের সহায়তায় কাছাকাছি বাওরিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সের চলাচল ছিল থেমে থেমে।

কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি ক্ষমা চাইছি এমন বিশৃঙ্খলার জন্য। আমরা ৫ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করেছিলাম, কিন্তু তারা সবাই তরুণ, প্রাণবন্ত। লাঠিপেটা করা যেত না।’

ডিকে শিবকুমার আরও বলেন, ‘আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। পরে আমি নিজেও হাসপাতালে যাব, তবে চিকিৎসকদের কাজ ব্যাহত করতে চাই না। এখনই সঠিক মৃত্যুর সংখ্যা বলা যাচ্ছে না। আমরা অনুষ্ঠান সংক্ষিপ্ত করেছি, মাত্র ১০ মিনিটে শেষ করে দিই... লক্ষাধিক মানুষ এসেছিলেন।’

অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ রাজ্য সরকারের দুর্বল পরিকল্পনা ও জনসমাগম নিয়ন্ত্রণে ব্যর্থতা। তারা কোনো রকম প্রস্তুতি ছাড়াই এই ধরনের বড় অনুষ্ঠান করে বিপদ ডেকে এনেছে। এর দায় সরকারকেই নিতে হবে।’

বেঙ্গালুরুতে আজ আরসিবি দল পৌঁছানোর পর ডিকে শিবকুমার দলের প্রত্যেক খেলোয়াড়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিশেষভাবে বিরাট কোহলিকে সম্মান জানান তিনি এবং রসিকতা করে আরসিবি পতাকার সঙ্গে কর্ণাটকের পতাকাও তুলে দেন তাঁর হাতে।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে