হোম > বিশ্ব > ভারত

দিল্লিতে ‘মুসলিমবিরোধী’ স্লোগান, বিজেপি নেতাসহ গ্রেপ্তার ৫

ভারতের রাজধানী দিল্লিতে মুসলিমবিরোধী স্লোগান দেওয়ায় ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির সাবেক মুখপাত্র অশ্বিনী উপাধ্যায়সহ সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে  এমনটি বলা হয়েছে।

গত রোববার ভারতের সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর বাসভবন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদস্থলের কাছে একটি বিক্ষোভ মিছিলে তোলা হয়েছে মুসলিমবিরোধী সাম্প্রদায়িক স্লোগান। বিক্ষোভে বলা হয়, ‘হিন্দুস্তান মে রেহনা হোগা, জয় শ্রী রাম কেহনা হোগা’।  অর্থাৎ ভারতে থাকতে গেলে জয় শ্রী রাম বলতে হবে।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর মামলা করেছিল দিল্লি পুলিশ। পরে পুলিশ ওই পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। 

সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে দিল্লি পুলিশ। 

এর আগে অশ্বিনী উপাধ্যায় বলেছিলেন, ওই ভিডিও সম্পর্কে কিছুই জানেন না তিনি। বলেন, ‘হয়তো ৫-৬ জন স্লোগান দিতে থাকতে পারেন। কিন্তু তা একেবারেই উচিত হয়নি।’

ওই ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে মিছিল থেকে ‘রাম রাম’ স্লোগান তুলতে দেখা গিয়েছে। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিতে দেখা গিয়েছ ধর্মগুরু সন্ত নরসিংহনন্দ সরস্বতীকে। এরা আগেও মুসলিমবিরোধী ‘বিদ্বেষমূলক’ বক্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছেন তিনি।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে