হোম > বিশ্ব > ভারত

দিল্লিতে ‘মুসলিমবিরোধী’ স্লোগান, বিজেপি নেতাসহ গ্রেপ্তার ৫

ভারতের রাজধানী দিল্লিতে মুসলিমবিরোধী স্লোগান দেওয়ায় ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির সাবেক মুখপাত্র অশ্বিনী উপাধ্যায়সহ সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে  এমনটি বলা হয়েছে।

গত রোববার ভারতের সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর বাসভবন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদস্থলের কাছে একটি বিক্ষোভ মিছিলে তোলা হয়েছে মুসলিমবিরোধী সাম্প্রদায়িক স্লোগান। বিক্ষোভে বলা হয়, ‘হিন্দুস্তান মে রেহনা হোগা, জয় শ্রী রাম কেহনা হোগা’।  অর্থাৎ ভারতে থাকতে গেলে জয় শ্রী রাম বলতে হবে।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর মামলা করেছিল দিল্লি পুলিশ। পরে পুলিশ ওই পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। 

সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে দিল্লি পুলিশ। 

এর আগে অশ্বিনী উপাধ্যায় বলেছিলেন, ওই ভিডিও সম্পর্কে কিছুই জানেন না তিনি। বলেন, ‘হয়তো ৫-৬ জন স্লোগান দিতে থাকতে পারেন। কিন্তু তা একেবারেই উচিত হয়নি।’

ওই ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে মিছিল থেকে ‘রাম রাম’ স্লোগান তুলতে দেখা গিয়েছে। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিতে দেখা গিয়েছ ধর্মগুরু সন্ত নরসিংহনন্দ সরস্বতীকে। এরা আগেও মুসলিমবিরোধী ‘বিদ্বেষমূলক’ বক্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছেন তিনি।

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান